তিন দলের ওয়ানডে সিরিজের নাম ‘প্রেসিডেন্টস কাপ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৯ অক্টোবর ২০২০
তিন দলের ওয়ানডে সিরিজের নাম ‘প্রেসিডেন্টস কাপ’

ফাইল ফটো

টানা ছয় মাস পর তিন দলের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে তিন দল নিয়ে এ ৫০ ওভারের টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘প্রেসিডেন্টস কাপ’।

প্রতিযোগিতায় জাতীয়, হাই-পারফরম্যান্স এবং আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দলের খেলোয়াড়দের দিয়ে ১১ অক্টোবর (রোববার) থেকে মাঠে গড়াবে এ আসর। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের নাম জানিয়ে দিল বিসিবি।

চলতি বছরের মার্চ থেকে করোনাভাইরাসের কারণে দেশের ক্রিকেট থমকে যায়। ফলে ক্রিকেটকে ধীরে ধীরে মাঠে ফেরাতে বিসিবির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসিবে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট।

টুর্নামেন্টটি বর্তমান পরিস্থিতিতে শীর্ষস্থানীয় এবং নতুন ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলার ভালো সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। তিন দলের অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন মাহমুদুউল্লাহ রিয়াদ-নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল।

তিনটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। ডাবল লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে। ২৩ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দিবা-রাত্রিতে। এছাড়া প্রত্যক ম্যাচের জন্য রির্জাভ-ডে রাখা হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোথাও আমার জায়গা হলো না : মেহেদী হাসান রানা

কোথাও আমার জায়গা হলো না : মেহেদী হাসান রানা

টি-টোয়েন্টি লিগ দিয়ে ফিরছেন সাকিব-মাশরাফি

টি-টোয়েন্টি লিগ দিয়ে ফিরছেন সাকিব-মাশরাফি

ভবিষ্যৎ তামিম-সাকিবদের নিয়ে যা ভাবছে বিসিবি

ভবিষ্যৎ তামিম-সাকিবদের নিয়ে যা ভাবছে বিসিবি

ফ্লাড লাইটের আলোতে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

ফ্লাড লাইটের আলোতে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ