বেতন কর্তনে রাজি মরগান-রুট-স্টোকসরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৪ অক্টোবর ২০২০
বেতন কর্তনে রাজি মরগান-রুট-স্টোকসরা

ফাইল ফটো

প্রাণঘাতি করোনার কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পুরুষ দলের ক্রিকেটারদের বেতন কর্তনের প্রস্তাব দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির সেই প্রস্তাবে রাজি হয়েছেন ইংল্যান্ডের পুরুষ দলের ক্রিকেটাররা।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বছর, অর্থাৎ ২০২০-২১ মৌসুমে চুক্তিবদ্ধ ২৩ জন ক্রিকেটারের বেতন ১৫ শতাংশ কেটে নেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয় নিয়ে টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপের (টিইপিপি) সাথে চুক্তি করেছে ইসিবি।

খেলোয়াড় ও টিইপিপিকে ধন্যবাদ জানিয়ে ইসিবির ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস বলেছেন, ‘বোর্ডকে এমন সহযোগিতার জন্য আমি খেলোয়াড় এবং টিইপিপিকে ধন্যবাদ জানাতে চাই। তারা বোর্ডের বর্তমান সর্ম্পকে বেশ ভালো জানেন।’

তিনি বলেন, ‘জাতীয় দলের দুই অধিনায়ক জো রুট ও ইয়ান মরগান এবং ক্রিকেটাররা এ চ্যালেঞ্জিং সময়ে যেভাবে দায়িত্ব পালন করছেন, এ জন্য তাদের স্বীকৃতি দেওয়া দরকার। খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের সাথে আমাদের সম্পর্ক শক্তিশালী। তারা সবসময় বোর্ডকে সহযোগিতা করেছে।’

টিইপিপির চেয়ারম্যান রিচার্ড বেভান বলেছেন, ‘বোর্ডের পাশে দাঁড়িয়ে ক্রিকেটাররা খেলার প্রতি নিজেদের দায়িত্ব ও ঐক্য দেখিয়েছে। এটি অনেক বড় চ্যালেঞ্জ ক্রিকেটারদের জন্য। তারা সেই চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেছে।’

চলতি বছরের মার্চে করোনার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ায় ৩শ মিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করেছিল ইসিবি। তবে জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ও পাকিস্তানকে নিজ দেশে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়ে ক্ষতির পরিমাণ কমিয়েছে ইসিবি। যা ইসিবির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১শ মিলিয়নে।

চলতি বছর ক্ষতির পরিমাণ ১শ মিলিয়নে রাখতে পারলেও আগামী বছর তা বেড়ে দাঁড়াতে পারে ২শ মিলিয়নে। এমন শঙ্কা প্রকাশ করে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছেন, ‘আগামী বছর যদি ক্রিকেট সিরিজ আয়োজন না করা যায়, তবে ক্ষতির পরিমাণ ২শ মিলিয়ন ডলার হবে।’

এদিকে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সেপ্টম্বরে ৬২ জন কর্মী ছাঁটাই করেছে ইসিবি। এবার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন কমালো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের সফরে নিজ মাঠে ক্রিকেট ফেরাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডের সফরে নিজ মাঠে ক্রিকেট ফেরাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত

পাকিস্তানে যেতে ইতিবাচক ইংল্যান্ড

পাকিস্তানে যেতে ইতিবাচক ইংল্যান্ড

মুসলিম ক্রিকেটারের গায়ে মদ ঢেলে অনুতপ্ত এসেক্স

মুসলিম ক্রিকেটারের গায়ে মদ ঢেলে অনুতপ্ত এসেক্স