বিজ্ঞাপনের কথাগুলো সাকিবের ‘মনের কথা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৬ এএম, ৩১ অক্টোবর ২০২০
বিজ্ঞাপনের কথাগুলো সাকিবের ‘মনের কথা’

ছবি : ভিডিও থেকে নেওয়া

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষে এখন ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছর আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও বিসিবির আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে দেখা যাবে তাকে।

এদিকে নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি কোম্পানির বিজ্ঞাপন প্রকাশ করেছেন সাকিব আল হাসান। যেখানে নিজে অভিনয় করার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন। ঘোষণা দিয়েছেন আরও কঠিন হয়ে মাঠে ফেরার।

বিজ্ঞাপনে সাকিব বলেন, ‘আমি সাকিব আল হাসান। এই ২২ গজই আমার ঠিকানা। কঠিন সময় যাচ্ছে। কিন্তু ফিরবো আরও কঠিন হয়ে। চেষ্টা করে চলেছি রাত-দিন অবিরাম, লাল-সবুজ গায়ে মাঠে ফিরতে। এ ক’দিন ১১ জনের দলে না থাকলেও আছি টাইগারদের সাথেই, সবচেয়ে বড় ফ্যান হয়ে। মনে একটাই স্লোগান- খেলবে টাইগার, জিতবে টাইগার। সাথে আছেন তো?’

ভিডিওর ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’ স্লোগান মেনে নিয়ে, আবারও ফিরছি ২২ গজের ঠিকানায়। এতদিন কঠিন সময়ে আমার পাশে ছিলেন বলে ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতেও সাথে থাকবেন তো?’

ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই প্রস্তাব গ্রহণ না করলেও প্রস্তাব পাওয়া তথ্য গোপন রাখার অপরাধে সাকিবকে আইসিসি দুই বছরের জন্য নিষিদ্ধ করে। তবে তার মাঝে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা থাকায় গত ২৮ অক্টোবর (বুধবার) তার এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। ফলে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে আবারও ক্রিকেটে ফিরতে সাকিবের আর কোন বাধা নেই।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফেরার দিনে বার্তা দিলেন সাকিব

ফেরার দিনে বার্তা দিলেন সাকিব

আবারও মিরপুরের চেনা ঘাসে সাকিব

আবারও মিরপুরের চেনা ঘাসে সাকিব

টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‘নেতৃত্ব’ দেবেন সাকিব

টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‘নেতৃত্ব’ দেবেন সাকিব

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু