স্ত্রীর পাশে থাকতে টেস্ট সিরিজ খেলবেন না কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ পিএম, ১০ নভেম্বর ২০২০
স্ত্রীর পাশে থাকতে টেস্ট সিরিজ খেলবেন না কোহলি

অস্ট্রেলিয়া সফরে শুধুমাত্র প্রথম টেস্টে খেলবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। প্রথমবারের মতো বাবা হচ্ছেন, তাই স্ত্রী অনুষ্কার পাশে থাকবেন তিনি। কোহলির ছুটি চেয়ে আবেদন ভারতীয় ক্রিকেট বোর্ড মঞ্জুর করেছে।

আইপিএলের ফাইনাল শেষে পরদিন বুধবারই (১১ নভেম্বর) অস্ট্রেলিয়া উদ্দেশ্যে উড়াল দেবে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট থেকে ছুটি নিলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে কোহলিই নেতৃত্ব দিচ্ছেন। ফলে সবার সাথে তিনিও অস্ট্রেলিয়া উড়াল দিবেন।

নতুন বছরের শুরুতেই প্রথম সন্তানের বাবা-মা হবেন কোহালি-অনুষ্কা। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭-২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিদেশের মাটিতে ভারতের প্রথম দিনরাত্রির টেস্টটি (গোলাপি বলে) খেলবেন বিরাট কোহলি। এরপর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি কাটাবেন ভারতীয় তিন দলের অধিনায়ক।

এদিকে কোহলি না খেলায় সফরে সিরিজের শেষ তিন টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। তবে হ্যামস্ট্রিংয়ের ‘ইনজুরিতে থাকা’ রোহিত শর্মাকে টেস্ট দলে যুক্ত করা হয়েছে। ফলে রাহানে নয়, রোহিতকেই অধিনায়ক করার দাবি তোলা হচ্ছে।

রোহিত শর্মার ইনজুরি কতটা গুরুতর, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সে অস্ট্রেলিয়া সফরে আদৌ যেতে পারবেন কি-না, তা নিয়েও সংশয় রয়েছে।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার সি বরুণ ছিটকে গেছেন কাঁধে চোট পেয়ে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন টি নটরাজন। ওয়ানডে দলে কেএল রাহুলের সঙ্গে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সঞ্জু স্যামসনকে নেওয়া হয়েছে। অর্থাৎ,রোহিত সাদা বলের ক্রিকেটে আপাতত দলের বাইরে রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথ-ওয়ার্নার থাকলেও অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছে না ভারত

স্মিথ-ওয়ার্নার থাকলেও অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছে না ভারত

অস্ট্রেলিয়া সফরে আরও একটি সুসংবাদ পেল কোহলিরা

অস্ট্রেলিয়া সফরে আরও একটি সুসংবাদ পেল কোহলিরা

ভারত সিরিজে অস্ট্রেলিয়া দলে ক্যামেরন গ্রীন

ভারত সিরিজে অস্ট্রেলিয়া দলে ক্যামেরন গ্রীন

অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষণা, নেই রোহিত শর্মা

অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষণা, নেই রোহিত শর্মা