বঙ্গবন্ধু কাপে নিজের পরিকল্পনা কাজে লাগাতে চান বিপ্লব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৯ নভেম্বর ২০২০
বঙ্গবন্ধু কাপে নিজের পরিকল্পনা কাজে লাগাতে চান বিপ্লব

ফাইল ফটো

দলের জন্য অবদান রাখতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জ্বলে উঠতে চান ফরচুন বরিশালের লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। টি-টোয়েন্টি বোলার হিসেবে তকমা পাওয়া তরুণ এ তারকা জানান, নিজের করা পরিকল্পনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সঠিক উপায়ে কাজে লাগাতে চান।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিপ্লব। এছাড়া বিসিবি প্রেসিডেন্ট’স কাপে মাহমুদউল্লাহ একাদশের হয়ে তিন ম্যাচে তিনটি উইকেট শিকার করেছিলেন। সর্বশেষ আসরে হতাশাজনক পারফরমেন্স করলেও সেখানে থেকে বের হয়ে আসন্ন টুর্নামেন্টে ভালো করতে চান বিপ্লব।

বুধবার (১৮ নভেম্বর) বিপ্লব বলেন, ‘অবশ্যই আমার একটি পরিকল্পনা রয়েছে। দীর্ঘ সময় পর আমরা একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এবং তাই যত দ্রুত সম্ভব এ ফরম্যাটে মানিয়ে নিতে চেষ্টা করবো। আমি দলের হয়ে প্রতিটি ম্যাচে ভালো করার চেষ্টা করব। আমি যতটা পারি, তার চেয়ে বেশি ম্যাচ বাই ম্যাচে অবদান রাখার পরিকল্পনা রয়েছে আমার।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপটি আন্তর্জাতিক ক্রিকেটে প্রস্তুত হতে বড় ভূমিকা পালন করবে বলে বিপ্লবও মনে করছেন। বলেন, ‘বেশ লম্বা সময় আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের প্রশিক্ষণে ছিলাম না। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আমাদের কোন প্রস্তুতিও নেই। যেহেতু একটি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে তাই নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে।’

বিপ্লব আরও বলেন, ‘এ টুর্নামেন্টের মাধ্যমে আমরা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবো। তাই আমাদের জন্য এটি একটি ভালো টুর্নামেন্ট। এছাড়া আমাদের দলের সমন্বয় ভালো হয়েছে। সাম্প্রতিক সময়ে খেলা খেলোয়াড়দের নিয়ে দলটি গঠন করা হয়েছে। আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই লড়াই করবো।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

সিলেটে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল

সিলেটে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল

সাকিবের জন্য বিসিবির বিশেষ নিরাপত্তা

সাকিবের জন্য বিসিবির বিশেষ নিরাপত্তা

ওয়েস্ট ইন্ডিজের সফরে টেস্ট ম্যাচ কমাতে পারে বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের সফরে টেস্ট ম্যাচ কমাতে পারে বিসিবি