বিসিবি সভাপতির চাওয়ায় ঢাকায় ফিরলেন ডোমিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০২ এএম, ২৬ নভেম্বর ২০২০
বিসিবি সভাপতির চাওয়ায় ঢাকায় ফিরলেন ডোমিঙ্গো

ফাইল ফটো

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল ম্যাচের আগেই দেশে ফিরেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। কথা ছিল বড়দিনের পর ঢাকায় ফিরবেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির চাওয়ায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলোয়াড়দের পারফরমেন্স পর্যবেক্ষণে কর্মস্থলে চলে এসেছেন ডোমিঙ্গো।

বুধবার (২৫ নভেম্বর) সকালে অনেকটা চুপিসারেই ঢাকায় পা রাখেন দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গো। তার ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগের কর্মকর্তারা।

ডোমিঙ্গো ঢাকায় ফিরলেও বর্তমানে তার কোচিংয়ের বিষয়ে কোন কাজ নেই। এ মুহূর্তে তিনি দলীয় প্রশিক্ষণ পরিচালনা করবেন তাও নয়। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের পারফরমেন্স পর্যবেক্ষণ করবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগের কর্মকর্তারা এমন তথ্যই জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন ডোমিঙ্গো। তবে কোচিংয়ের বাকী সদস্যরা এখনই ফিরছেন না। ২৫ ডিসেম্বর বড়দিন পালন করে তারা ঢাকায় ফিরবেন।

কোচিংয়ের বিষয় না থাকলেও বিসিবি সভাপতি চেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফরের আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ক্রিকেটারদের পারফমেন্স মাঠে বসেই পর্যবেক্ষণ করুক টাইগারদের কোচ।

এ বিষয়ে আকরাম খান বলেন, ‘সামনে যেহেতু বড়দিন (২৫ ডিসেম্বর), আমাদের বোর্ড সভাপতি বলেছেন, আগে প্রধান কোচ এসে খেলোয়াড়দের পারফর্মেন্স দেখুক (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে)। এরপর পুরো দল যখন পূর্ণ উদ্যোমে অনুশীলন শুরু করবে তখন অন্য স্টাফরা যোগ দেবে।’

কোভিড-১৯ সংক্রমনের কারণে দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তার মাধ্যমে নতুন বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। উইন্ডজদের সফরে পূর্ণাঙ্গ একটি দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের অনুশীলন শুরু হবে বড়দিন উৎসবের পর।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চলতি বছর ‘হচ্ছে না’ বিপিএল

চলতি বছর ‘হচ্ছে না’ বিপিএল

তামিম ভালো নেতা হবে, প্রত্যাশা ডোমিঙ্গোর

তামিম ভালো নেতা হবে, প্রত্যাশা ডোমিঙ্গোর

‘ব্যাটসম্যানদের নিয়ে সমালোচনা অন্যায়’

‘ব্যাটসম্যানদের নিয়ে সমালোচনা অন্যায়’

সাকিবের বিষয়ে ধৈর্যশীল হতে হবে : রাসেল ডোমিঙ্গো

সাকিবের বিষয়ে ধৈর্যশীল হতে হবে : রাসেল ডোমিঙ্গো