নেপালের প্রধান কোচ হলেন ডেভ হোয়াটমোর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০
নেপালের প্রধান কোচ হলেন ডেভ হোয়াটমোর

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর এবার নতুন দায়িত্ব নিলেন। ডেভ হোয়াটমোরকে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে উমেশ পাটওয়াল দায়িত্ব ছাড়ার পর দীর্ঘ দিন কোচ বিহিন ছিল নেপাল ক্রিকেট। এবার ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতানো কোচ ডেভ হোয়াটমোরকে পেল তারা। ২০২০ সালের জানুয়ারি থেকে নেপাল ক্রিকেটে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের সাবেক কোচ হোয়াটমোর।

এশিয়ান ক্রিকেটে উদীয়মান দেশ নেপাল ২০২২ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায়। সেই লক্ষ্যেই ডেভ হোয়াটমোরকে নিয়োগ দিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ডেভ হোয়াটমোরের মতো বিশ্বের অন্যতম সেরা কোচের মাধ্যমে নিজেদের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা দেশটির।

২০০৩ সাল থেকে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে হিসেবে ছিলেন হোয়াটমোর। অস্ট্রেলিয়ান এ কোচের অধীনে বাংলাদেশের ক্রিকেট বড় বড় দলকে হারায়। এছাড়া ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ খেলে সুপার এইটে।

বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হোয়াটমোর। ১৯৯৬ আসরে হোয়াটমোরের কোচিংয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে শ্রীলঙ্কা।

এছাড়া ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন হোয়াটমোর। তার অধীনেই ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বিরাট কোহলির ভারত।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘প্রতিবাদে’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মোহাম্মদ আমির

‘প্রতিবাদে’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মোহাম্মদ আমির

লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো জাফনা স্ট্যালিয়ন্স

লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো জাফনা স্ট্যালিয়ন্স

ফিফার বর্ষসেরা ফুটবলার লেভানডোভস্কি

ফিফার বর্ষসেরা ফুটবলার লেভানডোভস্কি

ক্ষমা চাইলেন মুশফিক

ক্ষমা চাইলেন মুশফিক