সকল প্রকার ক্রিটিসাইজ হজমে প্রস্তুত তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২০ জানুয়ারি ২০২১
সকল প্রকার ক্রিটিসাইজ হজমে প্রস্তুত তামিম

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে ‘নতুন ক্যারিয়ার’ শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। মাশরাফি বিন মর্তুজা সরে দাঁড়ানোর পর এ সিরিজ দিয়ে বাংলাদেশ ওয়ানডে ‍ক্রিকেটের নেতা হিসেবে যাত্রা শুরু করছেন তামিম। যদিও এর আগে ভারপ্রাপ্ত হিসেবে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

সর্বশেষ বিশ্বকাপের আগে সবচেয়ে বেশি রোমাঞ্চিত ছিলেন তামিম ইকবাল। তবে ইংল্যান্ডে গিয়ে খেই হারিয়ে ফেলেন তিনি। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই সময় নিয়ে ব্যাটিং করলেও নিজের নামের সুবিচার করতে পারেননি তামিম। একটি ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে।

টুর্নামেন্টের মোট আট ম্যাচে ব্যাট হাতে রান করেছেন ২৩১। যার মধ্যে একটি ম্যাচে ৬২ রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই রানই ছিল বিশ্বকাপে তামিমের ব্যাটে সর্বোচ্চ রান। তামিমের এমন বাজে ব্যাটিংয়ের কারণে বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে পারেনি -এমন ধারণা ক্রিকেট ভক্তদের। যার কারণে, ভক্ত-সমর্থক ছাড়াও ক্রিকেট মহলে তামিমকে শুনতে হয়েছে নানা সমালোচনা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে অধিনায়কত্বের যাত্রা শুরু করছেন তামিম। যেখানে তুলনামূলক দুর্বল উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান লক্ষ্য সিরিজ জয়। তবে এর ব্যত্যয় ঘটলে স্যোশাল মিডিয়ায় ভক্ত-সমর্থকদের কটূ কথা শুনতে হবে এটাও বেশ ভালো করে জানেন তামিম।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘সত্যি কথা বলতে, যত ক্রিটিসিজম (সমালোচনা) আমি শুনেছি, আমার মনে হয় না বাংলাদেশের কোনো ক্রিকেটার শুনেছে। তো, ওই দিক থেকে আমি ভালোভাবেই তৈরি। যেটা আমার সঙ্গে হয় আর কী! এটা পুরোপুরি...কিছু কারণে হয় আবার কিছু অকারণে হয়।’

তিনি বলেন, ‘আপনি যখন অধিনায়কের দায়িত্বটি গ্রহণ করেছেন, তখন এটার সঙ্গে অনেক কিছু আসবে। এখানে ক্রিটিসিজম আসবে, রিয়েক্টও আসবে, এটা একটা পার্ট। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়, তা হলো নিজের দায়িত্বে ঠিক থাকা। এবং এটা আমি ইনজয় করছি কি-না।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে মাশরাফির পর তামিমের নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করছে। ক্যারিয়ারে নতুন সংযোজন নিয়ে তামিম বলেন, ‘আমি আগামীকাল (বুধবার) থেকে সামনে এগিয়ে যেতে মুখিয়ে আছি। কিন্তু আজ থেকে তিন-চার মাস পর বা এক বছর পর আমি কিভাবে রিয়েক্ট করি সেটাও দেখার বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় একটা জিনিস বলি যে, এটা এমন নয় যে দল খারাপ করলেও আমি ইনজয় করবো না, এমন নয়। আবার অনেক সময় এমনও হতে পারে যে, দল খুব ভালো করছে কিন্তু আমি ইনজয় করতে পারছি না। তখন সিদ্ধান্তটা আমি অন্যভাবে নিতে পারি। কিন্তু আমি এখন প্রস্তুত ক্রিটিসিজম বা সমালোচনার শুনতে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘স্পটলাইটে’ থাকা তামিমের প্রশংসায় ডোমিঙ্গো

‘স্পটলাইটে’ থাকা তামিমের প্রশংসায় ডোমিঙ্গো

ভিডিও দেখে ডোমিঙ্গোর ধারণা পাল্টে গেছে, করলেন সতর্ক

ভিডিও দেখে ডোমিঙ্গোর ধারণা পাল্টে গেছে, করলেন সতর্ক

ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন হারাচ্ছেন সাকিব

ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন হারাচ্ছেন সাকিব

নেতৃত্বের যাত্রায় সহকারী পাচ্ছেন না তামিম

নেতৃত্বের যাত্রায় সহকারী পাচ্ছেন না তামিম