বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

ফাইল ফটো

স্থগিত হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ টেস্ট সিরিজ খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সিরিজটি এখনো চূড়ান্ত হয়নি, দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে আলোচনা পর্যায়ে রয়েছে। তবে তার আগেই ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা।

সিমিত ওভারের সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপারইলগের অংশ হিসেবে শ্রীলঙ্কার সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আকরাম বলেন, ‘তিনটি ওয়ানডে খেলতে মে মাসে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে। তিন ম্যাচের সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।’

স্থগিত হওয়া টেস্ট সিরিজ নিয়ে তিনি বলেন, ‌‘সূচি চূড়ান্ত না হলেও আমরা যাচ্ছি -এটা চূড়ান্ত। আমরা আগে (ওয়ানডে সিরিজের আগে) কিংবা পরেও শ্রীলঙ্কা যেতে পারি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে চলতি মাসের শেষ দিকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরের কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এরপর লঙ্কা সফর। আবার লঙ্কানদের আতিথেয়তা দেওয়ার পর জিম্বাবুয়ে সফর থাকায় টাইগারদের সামনে রয়েছে ব্যস্ত সূচি।

তবে জিম্বাবুয়ে সফরের বিষয়ে এখনো দ্বিধান্বিত বিসিবি। আকরাম বলেন, ‘জিম্বাবুয়ে সফর এখনো চূড়ান্ত নয়। কিছু দিনের মধ্যেই আমরা চূড়ান্ত করব। এটা বাতিল হয়ে যাওয়ায় দুই বোর্ডেরই সময়ের বিষয় আছে। আবার আমাদের খেলোয়াড়দের বিশ্রামেরও একটা বিষয় আছে। জৈব সুরক্ষা বলয় খেলোয়াড়দের জন্য একটা বড় চাপ। বিষয়টি আমাদের মাথায় আছে। সব কিছু বিবেচনায় নিয়েই আমরা সফর নিয়ে আলোচনা করছি।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও, ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রিভিউ না নেওয়ার কারণ জানালেন সাদমান

রিভিউ না নেওয়ার কারণ জানালেন সাদমান

টেস্টেও অভিষেক হলো শরফুদ্দৌলার

টেস্টেও অভিষেক হলো শরফুদ্দৌলার

টিকতে পারলেন না তামিম, সিংহাসন পুনরুদ্ধার মুশফিকের

টিকতে পারলেন না তামিম, সিংহাসন পুনরুদ্ধার মুশফিকের

ভারতে ক্রিকেট মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত

ভারতে ক্রিকেট মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত