রিভিউ না নেওয়ার কারণ জানালেন সাদমান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১
রিভিউ না নেওয়ার কারণ জানালেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন শেষে সবচেয়ে আলোচনার বিষয় দাঁড়িয়েছে ওপেনার সাদমান ইসলামের আউট। রিভিউ থাকার পরও কেন তিনি রিভিউ নেননি, তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা বা নানা বিশ্লেষণ। তবে রিভিউ না নেওয়ার বিষয়টি পরিষ্কার করেছেন সাদমান নিজেই।

প্রথম দিনে সাজঘরে ফেরা পাঁচ ব্যাটসম্যানের মাঝে একমাত্র অর্ধশত (৫৯) রান করেছেন সাদমান ইসলাম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের পক্ষে এটিই সর্বোচ্চ রান।

সাত ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান ২৫ বছর বয়সী সাদমান। ইনিংসের ৪৯তম ওভারের প্রথম বলে ওয়েস্ট ইন্ডিজ বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে বাউন্ডারি মেরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। তবে
জোমেল ওয়ারিকানের বলে ক্যারিবীয়রা এলবিডব্লিউ আবেদন করলে আউট দেন আম্পায়ার।

আম্পায়ারের প্রাথমিক সিদ্ধান্তে বিপক্ষে রিভিউ নেননি সাদমান। যদিও পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্পে ছিল না।রিভিউ থাকা সত্ত্বে কেন তা নেননি সাদমান তা নিয়ে শুরু হয় আলোচনা। তবে সাদমান জানান, আউট নিয়ে কোন সংশয় ছিল না বলেই তিনি রিভিউ নেননি।

প্রথম দিনের খেলা শেষে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সাদমান বলেন, ‘রিভিউ অবশ্যই নেওয়া উচিত ছিল। তবে আমার কাছে মনে হয়েছিল, বল লাইনে ছিল। উইকেটে হিট করবে। এ জন্য রিভিউ নেইনি। তবে এটা ম্যাচেরই অংশ, মেনে নিতে হবে।’

সাদমান ছাড়া আরও কোন ব্যাটসম্যান অর্ধশত বা বড় ইনিংস খেলতে পারেননি। তবে উইকেটে খুব ভালো ছিল বলে জানান সাদমান। বলেন, ‘আজকের পিচ ধীর গতির ছিল। তবে আমার কাছে ভালোই মনে হয়েছে। লম্বা সময় ধরে ব্যাটিং করার পরিকল্পনায় ছিলাম। সর্বোচ্চ চেষ্টা করেছি। দিনশেষে আমাদের দলীয় সংগ্রহ ভালো দেখাচ্ছে। আমরা ভালো শুরু করেছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের আরও বড় রান করা উচিত ছিল এবং আরও বড় জুটির দরকার ছিল।’

প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৪২ রান করেছে বাংলাদেশ। উইকেটে সাকিব আল হাসান ও লিটন দাস অপরাজিত আছেন। সাদমানের বিশ্বাস অপরাজিত থাকা সাকিব-লিটনের জুটি দ্বিতীয় দিন দলের জন্য বড় সংগ্রহ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। বলেন, ‘সাকিব ভাই ও লিটন ভালো ব্যাটিং করছে। আশা করি কাল (বৃহস্পতিবার) তারা ভালো করবেন।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রামেও বর্ণ বৈষ্যমের বিরুদ্ধে প্রতিবাদ

চট্টগ্রামেও বর্ণ বৈষ্যমের বিরুদ্ধে প্রতিবাদ

টিকতে পারলেন না তামিম, সিংহাসন পুনরুদ্ধার মুশফিকের

টিকতে পারলেন না তামিম, সিংহাসন পুনরুদ্ধার মুশফিকের

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড

টেস্টেও অভিষেক হলো শরফুদ্দৌলার

টেস্টেও অভিষেক হলো শরফুদ্দৌলার