বাংলাদেশকে ৩শ’তে বাঁধতে চায় উইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশকে ৩শ’তে বাঁধতে চায় উইন্ডিজ

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার ছিলেন বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান। ২৪ ওভার বল করে ৫৮ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট। তার এমন বোলিং নৈপুণ্যে বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। দিন শেষে ৫ উইকেটে ২৪২ রান করেছে বাংলাদেশ।

৫৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করা জোমেল ওয়ারিকান দ্বিতীয় দিন আরও ভয়ঙ্কর হওয়ার হুমকি দিয়েছেন। প্রথম ইনিংসে বাংলাদেশকে ৩শ রানের মধ্যে আটকে রাখতে চান ওয়ারিকান। অর্থাৎ, ২৪২ রান করা বাংলাদেশকে ৫৮ রানেই মধ্যেই সাকিব-লিটন-মিরাজদের সাজঘরে ফেরাতে চান তিনি।

প্রথম দিনের খেলা শেষে ওয়ারিকান বলেন, ‘দ্বিতীয় দিন আমাদের পরিকল্পনা হলো দ্রুত বাংলাদেশের উইকেট শিকার করা। যাতে বাংলাদেশকে ৩শ রানের মধ্যে বেঁধে ফেলা সম্ভব হয়। এরপর ব্যাটিংয়ে ভালো করা।’

২০১৫ সালে টেস্ট অভিষেক হয় ওয়ারিকানের। এখনো দলে নিজের জায়গা পাকা করতে পারেননি এ স্পিনার। তবে তার টেস্ট পরিসংখ্যান বেশ ভালো। এই টেস্টের আগে মাত্র ৮টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে উইকেট নিয়েছেন ২২টি।
sportsmail24
৫৮ রানে ৩ উইকেট শিকার করেছেন জোমেল ওয়ারিকান, ছবি : বিসিবি

জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেন ওয়ারিকান। ওই ম্যাচে মাত্র ১ উইকেট নেন তিনি। তার আগে ২০১৮ সালের নভেম্বরে এই চট্টগ্রামেই বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ওয়ারিকান। ওই টেস্টে ৬ উইকেট নিয়েও দল থেকে বাদ পড়েন তিনি।

এক বছরের বেশি সময় পর দেশের হয়ে বাংলাদেশের বিপক্ষে আবারও টেস্ট খেলার সুযোগ পেয়েছেন ওয়ারিকান। সুযোগ পেয়েই প্রথম দিন বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন। দিনকে ওয়ারিকান নিজেও ভালো বলছেন।

নিজের পারফরমেন্সে খুশি ওয়ারিকার বলেন, ‘আমার জন্য আজকের দিনটি বেশ ভালো ছিল। বাংলাদেশের তিনটি উইকেট শিকার করতে পেয়েছি। এর মধ্যে দুই উইকেট খুবই গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রুও এনে দিতে পেরেছি। আশা করছি, দ্বিতীয় দিনও সফল হবো।’
sportsmail24
ওয়ারিকান বলেন, ‘সুনির্দিষ্ট লাইন-লেন্থ ও পরিকল্পনা বজায় রেখে বল করাটা আমার প্রধান কাজ ছিল। প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে ওভার প্রতি তিন রানের নিচে রাখতে আমাকে অনেক বেশি সুশৃঙ্খলাভাবে বল করতে হয়েছে।’

ওপেনার সাদমান ইসলাম, অধিনায়ক মমিনুল হক ও মুশফিকুর রহিমকে আউট করেছেন ওয়ারিকান। তিনটি উইকেটের মধ্যে মুশফিকের উইকেটকে বেশি প্রাধান্য দিচ্ছেন ওয়ারিকান। বলেন, ‘আমার কাছে মুশফিকের উইকেটটা এগিয়ে থাকবে। নতুন বল নেওয়ার আগে উইকেট প্রয়োজন ছিল এবং সে সময়ে উইকেট পাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ছিল।’

দিন শেষে বাংলাদেশের ইনিংসের রান রেট ছিল ২ দশমিক ৬৮। তবে চট্টগ্রামের পিচকে ব্যাটিং সহায়ক বলছেন ওয়ারিকান। বলেন, ‘ ব্যাটিংয়ের জন্য খুব ভালো পিচ। বল পুরনো হওয়ার সাথে-সাথে পিচ আরও ভালো হচ্ছে। তবে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২৪২/৫, প্রথম দিনে একমাত্র ফিফটি সাদমানের

২৪২/৫, প্রথম দিনে একমাত্র ফিফটি সাদমানের

টেস্টেও অভিষেক হলো শরফুদ্দৌলার

টেস্টেও অভিষেক হলো শরফুদ্দৌলার

রিভিউ না নেওয়ার কারণ জানালেন সাদমান

রিভিউ না নেওয়ার কারণ জানালেন সাদমান

১৮ বছরের বন্ধ্যাত্ব ঘোচাতে চায় পাকিস্তান

১৮ বছরের বন্ধ্যাত্ব ঘোচাতে চায় পাকিস্তান