করোনা শঙ্কা, আরও একটি ক্রিকেট সিরিজ স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২১
করোনা শঙ্কা, আরও একটি ক্রিকেট সিরিজ স্থগিত

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাস পরবর্তী বিশ্বে ক্রীড়াযজ্ঞ শুরু হলেও স্থগিতের তালিকাও বন্ধ হচ্ছে না, বরং ক্রমেই লম্বা হচ্ছে। সেই তালিকায় এবার আরও একটি ক্রিকেট সিরিজ যুক্ত হলো। মহামারির কারণে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর স্থগিত করা হয়েছে। সীমিত ওভারের এ সিরিজটি একই কারণে আগেও একবার স্থগিত হয়েছিল।

বিশ্বে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফুটবলের পর মাঠে গড়িয়েছে ক্রিকেট। তবে এসব টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে কঠোর বায়ো-সুরক্ষা পরিবেশে। ফলে মাঠে খেলা ফিরলেও এখনো গ্যালারিতে দর্শক ফেরানো যায়নি।

জিম্বাবুয়ে এখন এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ কোভিড-১৯ আক্রান্ত এবং দেড় হাজারের মতো মানুষ মারা গেছেন। তবে গত কয়েক দিনে নতুন আক্রান্তের হার শূন্য হলেও বায়ো-বাবলের মধ্যে খেলা চালিয়ে যেতে ভীত জিম্বাবুয়ে। যার ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজ মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজটি স্থগিত করা হয়েছে।

চলতি বছরের মার্চের শেষ দিকে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সোমবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) সিরিজ দুটি দ্বিতীয়বারের মতো স্থগিত করার তথ্য জানায়।

এদিকে ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স পরিচালক রিচার্ড হোল্ডসওয়ার্থ বলেছেন, ‘আমরা হতাশ। তবে সত্যি বলতে জিম্বাবুয়ে বোর্ডের কাছ থেকে এ ঘোষণা অপ্রত্যাশিতও ছিল না। তারা আমাদের সফরটি বাস্তবায়নের জন্য আন্তরিক ছিল এবং প্রচেষ্টা চালিয়েছে। তাদের সেই প্রচেষ্টার প্রশংসার জানাই। কারণ, দিন শেষে সকলের স্বাস্থ্য সুরক্ষাই গুরুত্বপূর্ণ।’

স্থগিত হওয়া ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট সুপার লিগের অংশ ছিল না। তবে সুবিধামতো নতুন কোন সময়ে সফরটি আয়োজনে দু’দেশের ক্রিকেট বোর্ড আলোচনা চালিয়ে যাবে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

আইসিসির মাস সেরা প্রথম ক্রিকেটার পান্থ-শাবনিম

আইসিসির মাস সেরা প্রথম ক্রিকেটার পান্থ-শাবনিম

প্রোটিয়াদের ডেকে নিয়ে ১৮ বছরের বন্ধ্যাত্ব ঘোচালো পাকিস্তান

প্রোটিয়াদের ডেকে নিয়ে ১৮ বছরের বন্ধ্যাত্ব ঘোচালো পাকিস্তান

টেস্ট অভিষেকে ডাবল-সেঞ্চুরি, মায়ার্সের যত রেকর্ড

টেস্ট অভিষেকে ডাবল-সেঞ্চুরি, মায়ার্সের যত রেকর্ড