বাংলাদেশে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া

ফাইল ফটো

২০২০ সালের জুনে টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে করোনাভাইরাসের কারণে সেই সফর স্থগিত করা হয়। এবার নিজেদের প্রয়োজনে বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরে টেস্ট সিরিজ খেলতে নয়, বাংলাদেশের বিপক্ষে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

ভারতে নভেম্বরে অনুষ্ঠিতব্য ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইএসপিএন ক্রিকইনফোর এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (সিএ) বরাত দিয়ে বলা হয়, বিশ্বকাপের ঠিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এদিকে, ওই একই সময়ে বাংলাদেশ সফরে থাকবে ইংল্যান্ড ক্রিকেট দল। ফলে বিশ্বকাপের ঠিক আগে দুই দেশকে (ইংল্যান্ড-অস্ট্রেলিয়া) নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথাও বলছে ক্রিকইনফো। যদিও এখনো কোন বোর্ড থেকে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার স্থগিত হওয়া টেস্ট সিরিজটি আর খেলার সম্ভাবনা নেই। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর ফাইনালই অনুষ্ঠিত হবে চলতি বছরের এপ্রিলে। সেখানে স্থগিত হওয়া টেস্ট সিরিজটি নিয়ে দুই দেশের মধ্যে আর আলোচনা হচ্ছে না।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে সেটিও স্থগিত হয়েছে। তবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচি অনুযায়ী ভারতে অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ না খেললেও মূলত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

আইপিএলের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ‘একাদশে’ সাকিব

আইপিএলের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ‘একাদশে’ সাকিব

মায়ার্স-বোনারের জুটিতে এলোমেলো রেকর্ড

মায়ার্স-বোনারের জুটিতে এলোমেলো রেকর্ড