স্থগিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২১ জুলাই ২০২০
স্থগিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হচ্ছে এটা অনুমেয়ই ছিল। অবশেষে সেটির বাস্তবিক রূপ দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। করোনার কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দফায় দফায় বৈঠক করে কোন সিদ্ধান্ত পৌঁছাতে পারছিল না আইসিসি। বিশ্বকাপ আয়োজন করতে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার কথা জানানো হয়েছিল। তবে করোনা পরিস্থিতি অনুকূলে না আসায় শেষ পর্যন্ত টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হলো আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী মনু সাওয়ানি বলেছেন, ‘বিশ্বকাপ আয়োজনে আমরা বিস্তীর্ণ আলোচনা করেছি। তবে আমাদের কাছে সবার আগে সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষা। সমস্ত বিকল্প বিবেচনা করার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ফ্যানদের ভালোর জন্য সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাতে আমরা অস্ট্রেলিয়া সরকার, সদস্য দেশ, সম্প্রচারক, অংশীদার, চিকিৎসা বিশেষজ্ঞরাসহ মূল স্টোক হোল্ডারদের সাথে নিবিড়ভাবে কাজ করেছি।’

এদিকে চলতি বছরে স্থগিত করা হলেও আসরটি অস্ট্রেলিয়াতেই ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে। যার ফাইনাল হবে ওই বছরের ১৪ নভেম্বর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় পরবর্তী বিশ্বকাপগুলোর সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। ২০২১ সালে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেছে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে, যার ফাইনাল ম্যাচ হবে ২০২২ সালের ১৩ নভেম্বর।

এছাড়া ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। সেটি অনুষ্ঠিত হবে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে। যার ফাইনাল হবে ২৬ নভেম্বর।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপ আপাতত সূচি অনুযায়ী আয়োজনের প্রস্তুতি চলবে বলে জানিয়েছে আইসিসি। তবে পরিস্থিতি বুঝে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পুরোনো ঠিকানায় চণ্ডিকা হাথুরুসিংহে

পুরোনো ঠিকানায় চণ্ডিকা হাথুরুসিংহে

মাঠে ফিরে সবকিছুই কঠিন মনে হচ্ছে : মিঠুন

মাঠে ফিরে সবকিছুই কঠিন মনে হচ্ছে : মিঠুন

বলে লালা, জীবাণুমুক্ত করলেন আম্পায়ার

বলে লালা, জীবাণুমুক্ত করলেন আম্পায়ার

খোলা আকাশের নীচে মুশফিক-শফিউলরা

খোলা আকাশের নীচে মুশফিক-শফিউলরা