নিউজিল্যান্ড থেকে কিছু নিয়ে ফিরতে চান সাইফুদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ এএম, ০৫ মার্চ ২০২১
নিউজিল্যান্ড থেকে কিছু নিয়ে ফিরতে চান সাইফুদ্দিন

কোয়ারেন্টাইন শেষে মাঠে অনুশীলনে টাইগার ক্রিকেটাররা, ছবি : বিসিবি

সফরে যাওয়া আগে একাদশে জায়গা পাওয়ার বিষয়ে জানিয়ে গেছেন ‘ওসব নিয়ে ভাবছেন না’, সুযোগ পেলে সেরাটা দেবেন এবং প্রসেস ঠিক থাকলে সফলতাও পাবেন। এবার জানালেন, নিউজিল্যান্ড থেকে খালি হাতে নয়, দেশের জন্য কিছু নিয়ে আসতে চান। কোয়ারেন্টাইন শেষে প্রথম দিনের অনুশীলন করে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন টাইগার পেসার মোহাম্মদ সাইফুদ্দিন।

প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে নিউজিল্যান্ডে পৌঁছে টানা সাতদিন হোটেলে ঘরবন্দি কোয়ােরেন্টাইন পালন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাতদিন কোয়ারেন্টাইন শেষে বৃহস্পতিবার (৪ মার্চ) প্রথমবারের মতো মাঠে অনুশীলন সেরেছে তামিম-সাইফুদ্দিনরা।

সাইফুদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথম সাতদিন হোম কোয়ারেন্টাইন করার পর আজকে (বৃহস্পতিবার) প্রথমবারের মতো ছোট ছোট গ্রুপ হয়ে প্র্যাকটিসে গেলাম। তো, আলহামদুলিল্লাহ, ওভারঅল ভালো ছিল। যদিও প্রথমবারের মতো অভিজ্ঞতা হলো, এ রকম হোম কোয়ারেন্টাইন মেন্টেন করে নিউজিল্যান্ড ট্যুরে আসা। যেহেতু আমরা অ্যাজ এ স্পোর্টস ম্যান, তো সবধরনের পরিস্থিতি নিজেদের মানিয়ে নিতে সবসময় চেষ্টা করি।’

বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের এটাই প্রথম কোয়ারেন্টাইন। টানা সাতদিনের ঘরবন্দি থেকে বের হয়ে প্রথমদিনের মতো নিজেদের অনুশীলন সেরে নিয়েছে তামিম-মুশফিকরা।

প্রথম দিনের প্র্যাকটিস সম্পর্কে সাইফুদ্দিন বলেন, ‘আজকের প্র্যাকটিসে সবার আগে আমরা ফিল্ডিংটা নিয়ে বেশি কাজ করেছি। ক্যাচ নিয়ে কাজ করেছি। কারণ, এখানে (নিউজিল্যান্ড) আবহাওয়া এবং বাতাসের একটা ব্যাপার থাকে। এটা মানিয়ে নেওয়ার জন্য আমরা ক্যাচ প্র্যাকটিস করেছি।’

তিনি বলেন, ‘এরপর আমরা ছোট ছোট সেশনে ব্যাটিং এবং বোলিং করি। এছাড়া শেষে একটু ফিটনেস নিয়ে কাজ করেছি। যেহেতু আমরা সাতদিন ফিটনেস নিয়ে খুব বেশি কিছু করতে পারিনি। আমাদের ট্রেইনারের নির্দেশনা মোতাবেক আমরা রানিং করেছি। এখন যতদিন সময় পাব আরও প্র্যাকটিস করে নিজেদেরকে ফিট করার টেষ্টা করবো, ইনশাআল্লাহ।’

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল এখনো কোন ম্যাচ জিততে পারেনি। তবে এবার সেই বন্ধ্যাত্ব ঘুচাতে চায় বাংলাদেশ। নিজেদের প্রত্যাশা নিয়ে সাইফুদ্দিন বলেন, ‘প্রত্যাশা অবশ্যই থাকবে। কারণ, ওয়ানডেতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো টিম। তো আমরা যদি সবার ভালোটা খেলতে পারি, দিনটি যদি আমাদের হয়, তাহলে অবশ্য রেজাল্ট আমাদের পক্ষে কথা বলবে।’

তিনি আরও বলেন, ‘ওয়ানেডর পাশাপাশি টি-টোয়েন্টিও আছে। যেহেতু এর আগে আমাদের প্রাপ্তির খাতা একদমই শূন্য। তো, আমাদের চেষ্টা থাকবে এ সিরিজ থেকে যেন কিছু নিয়ে দেশে যেতে পারি। ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ’র হাতে।’

সফরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২০ মার্চ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৬ মার্চ। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। সিরিজ শুরু করার আগে দুই ফরম্যাটে মোট ২০ সদস্যের দল কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১৩টিতেই হেরেছে টাইগাররা। বাকি ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে। এছাড়া চারটি টি-টোয়েন্টির সবগুলোই হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হোটেলবন্দি যেন জেলখানা, বেরুলে মাথা ঘুরেছে মিরাজের

হোটেলবন্দি যেন জেলখানা, বেরুলে মাথা ঘুরেছে মিরাজের

ওসব ভাবছি না, সুযোগ পেলে সেরাটা দিব : সাইফউদ্দিন

ওসব ভাবছি না, সুযোগ পেলে সেরাটা দিব : সাইফউদ্দিন

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক এখন গাপটিল

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক এখন গাপটিল

পরিবর্তনে যেমন হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ সূচি

পরিবর্তনে যেমন হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ সূচি