বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই কেন উইলিয়ামসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১০ মার্চ ২০২১
বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই কেন উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে নিজ দেশে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সুস্থ না হলে টি-টোয়েন্টি সিরিজেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে। কনুইয়ের ইনজুরির কারণে কিউই অধিনায়ককে থাকতে হবে বিশ্রামে।

মঙ্গলবার (৯ মার্চ) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। উইলিয়ামসনের ইনজুরি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের মেডিক্যাল ম্যানেজার ডেল শ্যাকেলও একই কথা জানিয়েছেন।

ডেল শ্যাকেল বলেছেন, ‘দীর্ঘদিন ধরে কনুইয়ের ইনজুরির সাথে লড়াই করছেন উইলিয়ামসন। তারপরও বেশ কিছু সিরিজ খেলেছেন তিনি। এর মাঝে চিকিৎসাও করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত কোন উন্নতি হয়নি। ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠতে তার নির্দিষ্ট সময় বিশ্রাম ও পুনর্বাসন দরকার।’

এদিকে, ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তো খেলবেনই না। এমনকি টি-টোয়েন্টি সিরিজও মিস করতে পারেন তিনি। সেই সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপএল) আসন্ন মৌসুমেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ডানেডিনে ইউনিভার্সিটি অব ওটাগোতে ২০ মার্চ থেকে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে হ্যামিল্টনের সেডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দু’টি টি-টোয়েন্টি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে হটিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস

অস্ট্রেলিয়াকে হটিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস

সাফল্য পেতে দলগত নৈপুণ্য চান মাহমুদউল্লাহ

সাফল্য পেতে দলগত নৈপুণ্য চান মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ড থেকে কিছু নিয়ে ফিরতে চান সাইফুদ্দিন

নিউজিল্যান্ড থেকে কিছু নিয়ে ফিরতে চান সাইফুদ্দিন

চিঠি দিয়েছে শ্রীলঙ্কা, অপেক্ষায় বিসিবি

চিঠি দিয়েছে শ্রীলঙ্কা, অপেক্ষায় বিসিবি