এপ্রিলে বাংলাদেশে আসছে পাকিস্তানের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৮ এএম, ১৫ মার্চ ২০২১
এপ্রিলে বাংলাদেশে আসছে পাকিস্তানের যুবারা

ফাইল ফটো

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে পাাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সফরে একটি চার দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। ১১ মে থেকে শুরু হবে চার দিনের সিরিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার পাকিস্তানের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এপ্রিলের শেষ সপ্তাহে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান যুব দল। এরপর কোয়ারেন্টাইনে থাকবে তারা। কোয়ারেন্টাইনে থাকাকালীন সীমিত আকারে অনুশীলন করার সুযোগ পাবে তারা।

পাকিস্তান যখন আসবে তখন ভারতের নৈদায় থাকবে বাংলাদেশ যুব দল। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৫ মে দেশে ফিরবে তারা।

বাংলাদেশের ভারত সফর ১০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তানের ছাড়পত্র নিশ্চিত হওয়ার পরই ২০ মার্চ দেশ ছাড়বে যুব টাইগাররা।

বর্তমানে আফগানিস্তানের হোম ভেন্যু ভারতের নৈদা। তবে ভারতের কঠোর কোয়ারেন্টাইনের নিয়মের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে সময়সূচি পেছাতে বাধ্য হয়েছিল। যেহেতু সিরিজটি পিছিয়ে গেছে, তাই একমাত্র চারদিনের ম্যাচটি বাতিল করে শুধুমাত্র পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আলোচনা করছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

এদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য নভেম্বরে ভারত ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। বর্তমানে মিরপুরে ২২ জন ক্রিকেটারকে নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প চলছে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ দলে হবিগঞ্জের তারেক

অনূর্ধ্ব-১৯ দলে হবিগঞ্জের তারেক

অনুর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার

অনুর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার

টি-টোয়েন্টি ফরম্যাটে মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল

টি-টোয়েন্টি ফরম্যাটে মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?