দেশে ফিরছেন সাকিব আল হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৭ এএম, ২৩ মার্চ ২০২১
দেশে ফিরছেন সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকাণ্ড নিয়ে সাকিব আল হাসানের মন্তব্যের পর চারদিকে চলছে সাকিব-বিসিবির আলোচনার ঝড়। এমন সময় খবর এলো, যাকে নিয়ে এতো আলোচনা তিনিই ফিরছেন দেশে। যুক্তরাষ্ট্র থেকে আজ রাতেই দেশে ফিরছেন সাকিব আল হাসান।

ক্রিকফ্রেঞ্জির ফেসবুক লাইভে সাকিব দাবি করেন, ছুটির আবেদনপত্র নিয়ে বিসিবি ভুল ব্যাখ্যা দিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান চিঠি না পড়েই কথা বলেছেন।

সাকিবের ওই মন্তব্যের পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, আইপিএল খেলতে সাকিবকে ছুটি দেওয়ার বিষয় নিয়ে বোর্ড আবারও কথা বলবে। সে ক্ষেত্রে বোর্ড চাইলে ছুটি বাতিল করে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে সাকিবকে দলে রাখা হতে পারে।

দুই দিকের এমন কথার উত্তেজনার মাঝে হঠাৎই জানা যায়, দেশের ফিরছেন সাকিব আল হাসান। বাংলাদেশ সময় আজ (সোমবার) দিনগত রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় ফিরবেন সাকিব। তবে সাকিব আসলে কী কারণে হঠাৎ দেশে ফিরছেন তা জানা যায়নি।

গত ১৫ মার্চ সাকিব ও উম্মে আহমেদ শিশির দম্পতির তৃতীয় সন্তান পৃথিবীতে এসেছে। দুই মেয়ের পর প্রথমবারের মতো ছেলের বাবা হয়েছেন সাকিব। তৃতীয়বারের মতো সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে না গিয়ে ছুটি নিয়েছিলেন সাকিব।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

সাকিবের আইপিএল খেলা নিয়ে শঙ্কা

সাকিবের আইপিএল খেলা নিয়ে শঙ্কা

ছুটির ‘ভুল ব্যাখ্যা’য় বিসিবির সমালোচনায় সাকিব

ছুটির ‘ভুল ব্যাখ্যা’য় বিসিবির সমালোচনায় সাকিব

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ