সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১
সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

ফাইল ফটো

বাংলাদেশ ওয়ানেডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে শক্তিশালী হলেও টেস্টে খুবই খারাপ অবস্থা। সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে টেস্ট সিরিজে বিষয়টি আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এ অবস্থায় আইপিএলের খেলতে চেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিব আল হাসানের ছুটি নেওয়ার বিষয়টি ভালোভাবে দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও বিসিবি সাকিবকে ছুটি দিয়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে সাকিবের এমন ছুটি চাওয়ায় বোর্ড বিব্রত বোধ করেছে কি-না জানাতে চাইলে তিনি বলেন, ‘ঠিক বিব্রত না, মন খারাপ।’ নাজমুল হাসান পাপন বলেন, ‘এখানে বিব্রত না, বিব্রত ঠিক না, মন খারাপ। আমাকে যদি বলেন, বলবো মন খারাপ।’

সাকিব আল হাসানের ছুটি চাওয়ায় কেন মন খারাপ, তার উত্তরও দিয়েছেন তিনি। বিবিসি বস বলেন, ‘দেখেন একজন প্লেয়ারের পেছনে তো কম ইনভেস্ট করি নাই। বোর্ড ১০-১২ বছর কী পরিমাণ ইনভেস্ট করেছে, তা আপনাদের (সাংবাদিক) জানা আছে কি-না তাও জানি না। খেলাধুলা ছাড়াও ইনজুরি বা অন্য বিষয়ে আমরা (বোর্ড) এখন যে ফেসেলিটিস দেই, সেটা তো আগে কখনো চিন্তাই করা যেত না।’

‘সেই জায়গায় টিম এ রকম দুইটা টেস্ট (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ম্যাচ হারার পরও যদি কেউ বলে যে, আমি নেক্সট টেস্টটা না খেলে অন্য ফ্র্যাঞ্চাইজি খেলবো, এরপর আর কিছু বলার থাকে না। আমার ধারণা ছিল, নেক্সট টেস্ট জয়ের জন্য সবাই উঠে-পরে লাগবে।’

জাতীয় দলের খেলার চলাকালে আইপিএলে খেলতে চেয়ে সাকিবের এমন ছুটির আবেদনে নড়েচড়ে বসছে বিসিবি। নতুন কেন্দ্রীয় চুক্তিতে আনা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। নাজমুল হাসান পাপন বলেন, ‘এখন আমাদের মাইন্ড ইস ভেরি ক্লিয়ার। কাউকে আমরা আর জোর করে রাখবো (দলে) না।’

বিষয়টি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা এখন এ বিষয়টি নিয়ে একটা কন্ট্রাক্টে যাব। নতুন কন্ট্রাক্টে আরও নতুন কিছু বিষয় যুক্ত হবে। ওখানে (চুক্তিতে) পরিষ্কার লিখা থাকবে যে, কে কোন ফরম্যাটে খেলতে চায়। এছাড়া কন্ট্রাক্টে বলে দিতে হবে একই সময়ে জাতীয় দলের খেলা থাকলে তারা জাতীয় দলে নাকি অন্য কোথাও খেলবে। এটা ক্লিয়ার করতে হবে। এখন আমরা এটা কাগজে-কলমে লিখিতভাবে নিয়ে নিচ্ছি।’

তবে কাউকে জোর করা হবে না বলেও জানান তিনি। বলেন, তবে কাউকে জোর করে খেলানো হবে না। এটা আগে থেকেই বলে দিতে হবে। এবং এটা সবার জন্য উন্মুক্ত।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!

সমস্যার সমাধান দেখছেন বিসিবি সভাপতি

সমস্যার সমাধান দেখছেন বিসিবি সভাপতি

এভাবে চলতে দেওয়া যাবে না : নাজমুল হাসান

এভাবে চলতে দেওয়া যাবে না : নাজমুল হাসান

নাফীসের ‌‘বিদায়ে’ মায়ের হাজারো শব্দের ভালোবাসা

নাফীসের ‌‘বিদায়ে’ মায়ের হাজারো শব্দের ভালোবাসা