আবারও সেঞ্চুরি হাঁকালেন নিগার সুলতানা জ্যোতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ এএম, ১২ এপ্রিল ২০২১
আবারও সেঞ্চুরি হাঁকালেন নিগার সুলতানা জ্যোতি

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট যেন বার বার জ্বলে উঠছে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচের দুটিতেই হাঁকালেন সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচের পর সিরিজের চতুর্থ ম্যাচেও অপরাজিত সেঞ্চুরি করেছেন বাংলাদেশ নারী ইমার্জিং দলের এ অধিনায়ক।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১১ এপ্রিল) সিরিজের চতুর্থ ম্যাচে ওয়ান ডাউনে ব্যাট হাতে নেমে অপরাজিত সেঞ্চুরি করেন তিনি। ১৩২ বল মোকাবেলা করে ১০১ রান করেন। জ্যোতির  এ ইনিংসে ৮টি চারের মারের সাথে একটি ছক্কার মারও রয়েছে।

নিগার সুলতানার এমন ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের বিপক্ষে ২৩৬ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ নারী ইমার্জিং দল।
sportsmail24
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচেও অপরাজিত সেঞ্চুরি করেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি।

কাকতালীয়ভাবে ওই ম্যাচেও ১০১ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৩৪ বলে কোনো ছয়ের মার না থাকলেও ১১টি বাউন্ডারি মেরেছিলেন শেরপুরের মেয়ে জ্যোতি।

এছাড়া, চতুর্থ ম্যাচের আগেই টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ নারী ইমার্জিং দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রথম ম্যাচে ৩ বলে ২ এবং তৃতীয় ম্যাচে ৩১ বলে ১৩ রান করেছিলেন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টানা জয়ে নিগার সুলতানাদের সিরিজ জয়

টানা জয়ে নিগার সুলতানাদের সিরিজ জয়

নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরি, বাংলাদেশের টানা জয়

নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরি, বাংলাদেশের টানা জয়

টেস্ট মর্যাদা পেল বাংলাদেশের নারীরা

টেস্ট মর্যাদা পেল বাংলাদেশের নারীরা

ক্রিকেটার জ্যোতিকে ‘অনুপ্রেরণাদায়ী তরুণ নারী’ সম্মাননা

ক্রিকেটার জ্যোতিকে ‘অনুপ্রেরণাদায়ী তরুণ নারী’ সম্মাননা