ক্রিকেটার জ্যোতিকে ‘অনুপ্রেরণাদায়ী তরুণ নারী’ সম্মাননা

হাকিম বাবুল হাকিম বাবুল প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১১ ডিসেম্বর ২০২০
ক্রিকেটার জ্যোতিকে ‘অনুপ্রেরণাদায়ী তরুণ নারী’ সম্মাননা

নিজ এলাকায় শেরপুরে সম্মানীত হলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের উইকেটকিপার ও ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষে নাগরিক প্ল্যাটফরম ‘জনউদ্যোগ শেরপুর’ জ্যোতিকে ‘অনুপ্রেরণাদায়ী তরুণ নারী’ সম্মাননা প্রদান করেছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার মুক্তমঞ্চে নারী সমাবেশে নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ও শেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান ক্রিকেটার জ্যোতির হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিভিন্নক্ষেত্রে জেলার কৃতী ৫ নারীকেও সম্মাননা প্রদান করা হয়। এ সময় পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, ডিএসএ’র অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নারী নেত্রী, শিক্ষক, সাংবাদিক, ক্রীড়াবিদ-সংগঠক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দলের নির্ভরযোগ্য সদস্য শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতি। সে শহরের ১নং ওয়ার্ডের রাজবল্লভপুর মহল্লার সিরাজুল হক ও সালমা হক দম্পতির মেয়ে। ২০১৮ সালের নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে পরাশক্তি ভারতের বিপক্ষে জ্যোতি ২৪ বলে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করেন। তার ওই দ্রুতগতির রানই জয়ের ভীত গড়ে দিয়েছিল।

পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং অক্টোবরে ওয়ানডে অভিষেক ঘটে জ্যোতির। এরপর থেকেই বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয় তিনি। ২০১৬ সালে আইসিসি নিগার সুলতানা জ্যোতিকে উদীয়মান সেরা ৫ নারী ক্রিকেটারের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

স্পোর্টসমেইল২৪/শেরপুর/আরএস

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজ জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নিগার সুলতানা

নিজ জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নিগার সুলতানা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

একদম ভিন্ন রকম একটি ঈদ কাটালাম : নিগার সুলতানা

একদম ভিন্ন রকম একটি ঈদ কাটালাম : নিগার সুলতানা

বাবার মাছ ধরার জালে প্র্যাকটিস ছাড়াও রেসিপি করছি : নিগার সুলতানা

বাবার মাছ ধরার জালে প্র্যাকটিস ছাড়াও রেসিপি করছি : নিগার সুলতানা