নিষিদ্ধ স্ট্রিককে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের তিরস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৬ এএম, ১৭ এপ্রিল ২০২১
নিষিদ্ধ স্ট্রিককে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের তিরস্কার

আইসিসির অ্যান্টি-করাপশন কোডের পাঁচটি ধারা ভঙ করায় ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক বোলিং এবং জিম্বাবুয়ের সাবেক প্রধান কোচ হিথ স্ট্রিক। পেশার আড়ালে হিথ স্ট্রিক দলের ভেতরের খবর জুয়াড়িদের কাছে বিক্রি করতেন।

বুধবার (১৪ এপ্রিল) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি হিথ স্ট্রিক-কে নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দিনটিকে জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য কালো দিন হিসেবে আখ্যা করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান তাভেংবা মুকুহলানি। একনই সঙ্গে হিথ স্ট্রিক-কে এমন কর্মকাণ্ডে তিরস্কারও করা হয়েছে।

তাভেংবা মুকুহলানি বলছেন, ‌‘স্ট্রিকের বিরুদ্ধে আইসিসির নেওয়া সিদ্ধান্তকে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সাধুবাদ জানায়। এটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক অধ্যায়। যা কি-না ইতিহাসের পাতায় জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে কালো দিন হিসেবে ধরা যেতে পারে।’

হিথ স্ট্রিককে লোভী, স্বার্থপর হিসেবেও আখ্যা দিয়েছে জিম্বাবুবে ক্রিকেট বোর্ডে। বোর্ড প্রধান বলেন, ‘তিনি যেহেতু অতীতে জিম্বাবুয়ে দলের অধিনায়ক এবং পরবর্তীতে বেশ কয়েক বছর কোচিং করিয়েছেন- তিনি অনেক তরুণের আদর্শ ক্রিকেটার ছিলেন। তবে এখন আমরা এবং পুরো বিশ্ব জানে, স্ট্রিক দুর্নীতিগ্রস্থ, লোভী ও স্বার্থপরে। যিনি কি-না তার মর্যাদা এবং অবস্থানের নোংরা কাজে ব্যবহার করেছে।’

বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করা ছাড়াও নিজ দেশে জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও কাজ করেছেন জিম্বাবুয়ের এই কিংবদন্তি। তবে ভদ্রতার আড়ালে জুড়ারিদের কাছে তথ্য শেয়ার করতেন তিনি।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড প্রধান বলেন, ‘তিনি (হিথ স্ট্রিক) ক্রিকেটের মতো ভদ্রলোকের খেলাকে নীচে নামিয়েছে। যেসব দলের কোচের ভূমিকায় ছিলেন, সেসব দল এবং ক্রিকেটারদের হতাশ করেছেন। তিনি পুরো জিম্বাবুয়ে জাতিকে হতাশ করেছে।’

আইসিসির তদন্তে উঠে এসেছে মোট চারজন তারকার ক্রিকেটারের বিষয়ে ভারতীয় জুয়াড়িদের কাছে তথ দিয়েছিলেন হিথ স্ট্রিক। যার বিনিময়ে একটি আইফোন এবং একটি কয়েন পেয়েছিলেন।

ধারণা করা হচ্ছে, সাকিব আল হাসানকে দেওয়া ভারতীয় জুয়াড়ি আগারওয়ালকে হিথ স্ট্রিকও জড়িত ছিলেন। তবে এ বিষয়ে আইসিসি বিস্তারিত জানায়নি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের জাতীয় দলে সৌদির ক্রিকেটার

জিম্বাবুয়ের জাতীয় দলে সৌদির ক্রিকেটার

বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আট বছর নিষিদ্ধ

বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আট বছর নিষিদ্ধ

সাড়ে তিন বছর পর বাবরের কাছে শীর্ষস্থান হারালো কোহলি

সাড়ে তিন বছর পর বাবরের কাছে শীর্ষস্থান হারালো কোহলি

অবসরের সিদ্ধান্ত নিলেন চিগুম্বুরা

অবসরের সিদ্ধান্ত নিলেন চিগুম্বুরা