জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ক্রিকেটে তিন নতুন মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩০ এএম, ১৯ এপ্রিল ২০২১
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ক্রিকেটে তিন নতুন মুখ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে ডাক পেয়েছে নতুন তিন মুখ। এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার, ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিন।

অভিজ্ঞ দুই ক্রিকেটার দলে ফিরলেও সুযোগ মেলেনি আরেক অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজার। ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় এখনও মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছে নতুন ৩ ক্রিকেটার। তারা হলেন- তাদিউনাশে মারুমানি, তানাকা চিভাংগা ও তাপিয়া মুফুদজাকে। প্রায় ৫ বছর পর দলে সুযোগ পেলেন লুক জংওয়ে। 

বুধবার (২১ এপ্রিল) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের হারারে ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল
শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিওয়া মুফুদজা, ব্লেসিং ব্রেন্ডন টেলর, ডোনাল্ড টিরিপানো, মুজারাবানি, রিচার্ড এনগ্রাভা, রেগিস চাকাভা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকামওয়ে ও ওয়েসলে মাধেভেরে। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা বিসিবির

শ্রীলঙ্কায় মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা বিসিবির

নেদারল্যান্ডের বিপক্ষে নেপালের বড় জয়

নেদারল্যান্ডের বিপক্ষে নেপালের বড় জয়

প্রস্তুতি ম্যাচে ‌‘লাইন’ খুঁজে পেয়েছেন শান্ত

প্রস্তুতি ম্যাচে ‌‘লাইন’ খুঁজে পেয়েছেন শান্ত

মানব সেবার লক্ষ্যে আবারও মাঠে আফ্রিদি

মানব সেবার লক্ষ্যে আবারও মাঠে আফ্রিদি