শ্রীলঙ্কার লকুহেতিগে ৮ বছর নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ এএম, ২০ এপ্রিল ২০২১
শ্রীলঙ্কার লকুহেতিগে ৮ বছর নিষিদ্ধ

দুর্নীতিবিরোধী বিধি ভাঙায় কারণে সম্প্রতি জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি হিথ স্ট্রিককে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এবার দুর্নীতি দমন আইন ভঙের কারণে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দিলহারা লকুহেতিগেকে সবধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

লোকুহেতিগে আগে থেকেই ক্রিকেট থেকে বরখাস্ত ছিলেন। তবে শুনানি লিখিত ও মৌখিক যুক্তি উপস্থাপনে আইসিসির দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালে লোকুহেতিগে দোষী সাব্যস্ত হয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) আইসিসি এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বলা হয়, দিলহারা লকুহেতিগে বিরুদ্ধে আনা তিনটি দুর্নীতি বিরোধী ধারা ভঙের অভিযোগ শুনানিতে প্রমাণিত হয়েছে। শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটারের নিষেধাজ্ঞা ২০১৯ সালের ৩ এপ্রিল থেকে কার্যকর হবে।

২০১৮ সালে আবুধাবি টি-টেন লিগে তিনি ম্যাচ পাতানোর চেষ্টা করেছিলেন। আইসিসি এ অভিযোগের তদন্ত শুরু করলে দুর্নীতি দমন ইউনিটকে যথাযত সাহায্যও করেননি তিনি। একই সাথে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে ব্যর্থ হয়েছেন তিনি। এছাড়া ক্রিকেটারকে ম্যাচ পাতাতে প্ররোচিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

শ্রীলঙ্কার হয়ে ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন লকুহেতিগে। ওই সময়ে ৯টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধ স্ট্রিককে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের তিরস্কার

নিষিদ্ধ স্ট্রিককে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের তিরস্কার

সাড়ে তিন বছর পর বাবরের কাছে শীর্ষস্থান হারালো কোহলি

সাড়ে তিন বছর পর বাবরের কাছে শীর্ষস্থান হারালো কোহলি

বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আট বছর নিষিদ্ধ

বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আট বছর নিষিদ্ধ

আইসিসির মন্তব্যে নড়েচড়ে বসেছে বিসিসিআই

আইসিসির মন্তব্যে নড়েচড়ে বসেছে বিসিসিআই