আইপিএল বন্ধের পক্ষে নন কামিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ এএম, ৩০ এপ্রিল ২০২১
আইপিএল বন্ধের পক্ষে নন কামিন্স

করোনা মহামারীর মাঝে আইপিএল চলায় তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে আয়োজকদের। তবে অজি পেসার প্যাট  কামিন্স মনে করেন আইপিএল বন্ধ কখনো কোন সমাধান হতে পারে না। আইপিএল বন্ধ করে দিলেই যে সব ঠিক হয়ে যাবে ব্যাপারটি তেমন নয় মনে করেন তিনি।  উল্টো এমন দুর্দিনে আইপিএল মানুষকে কিছুটা বিনোদন দিতে পারছে বলে অভিমত  তার।

কলকাতার হয়ে খেলা এই অজি পেসার ইতিমধ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রীর অনুদান তহবিলে কামিন্স ৫০ হাজার ডলার দান করেন। 

প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যুতে নাকাল অবস্থা ভারতের। এমন অবস্থায় অনেকেই আইপিএল বন্ধ করে দেয়ার কথা বললেও কামিন্স এর পক্ষে নন। 

কামিন্স বলেন, `আইপিএল বন্ধ করাটা কোন সমাধান নয়। খেলা দেখার জন্য হলেও প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় মানুষ বাড়িতে কাটাচ্ছে। এমন বাজে সময়ে আইপিএল কিছুটা হলেও মানুষকে আনন্দ দিতে পারছে।` 

প্রধানমন্ত্রীর তহবিলে দান করার ব্যাপারে কামিন্স জানান, তার সতীর্থরাই তাকে এ ব্যাপারে সহযোগিতা করেছে। তাছাড়া আরও অনেক অস্ট্রেলিয়ানও ভারতের এই দুর্দিনে পাশে দাঁড়াতে ইচ্ছুক বলে জানান তিনি। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


 


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটে শ্রীলঙ্কা, শরিফুলের অভিষেক

ব্যাটে শ্রীলঙ্কা, শরিফুলের অভিষেক

দেশে ফিরে আইপিএলের বায়ো-বাবল নিয়ে প্রশ্ন তুললেন অসি স্পিনার

দেশে ফিরে আইপিএলের বায়ো-বাবল নিয়ে প্রশ্ন তুললেন অসি স্পিনার

‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’

‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’

করোনার ধাক্কা পড়ছে নারী আইপিএলে

করোনার ধাক্কা পড়ছে নারী আইপিএলে