দেশে ফিরে আইপিএলের বায়ো-বাবল নিয়ে প্রশ্ন তুললেন অসি স্পিনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫২ এএম, ২৯ এপ্রিল ২০২১
দেশে ফিরে আইপিএলের বায়ো-বাবল নিয়ে প্রশ্ন তুললেন অসি স্পিনার

ফাইল ফটো

করোনা শঙ্কায় আইপিএলের চলমান আসর থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। তাদের মধ্যে একজন হলেন স্পিনার অ্যাডাম জাম্পা। যিনি দেশে ফিরে প্রশ্ন তুলেছেন ভারতের বায়ো-বাবল নিয়ে। তার মতে, চলমান আইপিএলের জৈব-সুরক্ষা বলয় খুবই দুর্বল।

দেশে ফিরে জাম্পা বলেছেন, ‘ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দলে সুযোগ পাচ্ছিলাম না আমি। শুধু অনুশীলন করছিলাম। বিমান বাতিল হয়ে যাচ্ছিল। জৈব সুরক্ষা বলয়ের চাপ ছিল। আমার মনে হয়েছে, এটাই সেরা সময় নিজেকে সরিয়ে নেওয়ার।’

দেশে ফিরে দুর্বল জৈব-সুরক্ষা বলয়ের কথা বললেও আইপিএল থেকে না প্রত্যাহারের সময় ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়েছেন তিন অস্ট্রেলিয়ান। ব্যাঙ্গালোরের অ্যাডাম জাম্পা ছাড়া বাকি দুইজন হলেন- রাজস্থান রয়্যালসের অ্যান্ড্রু টাই এবং ব্যাঙ্গালোরের কেন রিচার্ডসন।

ভারতের জৈব সুরক্ষা বলয় নিয়ে জাম্পা বলেন, ‘বেশ কিছু সুরক্ষা বলয়ে থেকেছি, তবে এবারেরটাই সবচেয়ে দুর্বল। ভারতে আসার আগে আমাদের স্বচ্ছতার বিষয় মাথায় রাখতে বলা হয়। এবার অতিরিক্ত সচেতন থাকতে হচ্ছিল। সংযুক্ত আরব আমিরশাহিতে অনেক সুরক্ষিত ছিলাম আমরা।’

জাম্পার মতে, গতবারের ন্যায় এবারও আরব-আমিরাতে আইপিএল হলে ভালো হতো। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দেশের মাটিতেই এবার আইপিএল করা ভারতের জন্য জরুরি ছিল সেটিও মনে করে দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমার মতে, এবারেও ওখানে (আমিরাত) হলেই ভালো হতো। তবে রাজনৈতিক ব্যাপারও থাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে এখানে। ক্রিকেট বিশ্বে পরবর্তী আলোচনার বিষয় হয়ে উঠবে ওটাই। যদিও এখনো ৬ মাস দেরি আছে।’

এছাড়া করোনার মাঝে খেলায় মনোযোগ দেওয়াও কঠিন বলে মন্তব্য করেছেন জাম্প। যদিও তিনি চলমান আসরে একটি ম্যাচেও একাদশে ছিলেন না। অস্ট্রেলিয়ান এ স্পিনার বলেন, ‘অনেকে বলছে, ক্রিকেট মানুষকে আনন্দ দেবে। যার বাড়ির লোক মৃত্যুশয্যায়, সে ক্রিকেট নিয়ে ভাববেই না।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা আতঙ্কে আইপিএল ছাড়ার হিড়িক

করোনা আতঙ্কে আইপিএল ছাড়ার হিড়িক

‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’

‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’

ছোটর পরে এবার বড়,  এগিয়ে এলেন ব্রেট লি

ছোটর পরে এবার বড়, এগিয়ে এলেন ব্রেট লি

করোনার ধাক্কা পড়ছে নারী আইপিএলে

করোনার ধাক্কা পড়ছে নারী আইপিএলে