ইংল্যান্ডকে হটিয়ে ওয়ানডের রাজা নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৮ এএম, ০৪ মে ২০২১
ইংল্যান্ডকে হটিয়ে ওয়ানডের রাজা নিউজিল্যান্ড

নতুন ঘোষিত আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে টপকিয়ে এই গৌরব অর্জন করে নিউজিল্যান্ড। এদিকে, নতুন ঘোষিত ওয়ানডে র‍্যাংকিংয়ে কোন পরিবর্তন হয়নি বাংলাদেশের। সোমবার (৩ মে) আইসিসি তাদের ওয়েবসাইটে নতুন এ র‍্যাংকিং প্রকাশ করে। 

নতুন এই র‍্যাংকিংয়ে ২ ধাপ উন্নতি হয়েছে কিউইদের। পূর্বে ৩ নম্বর পজিশনে থাকা কিউইরাই বর্তমানে ১ নম্বর স্থানে রয়েছে। কিউইদের পাশাপাশি র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ারও। ১১৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ২য় অবস্থানে। 

এদিকে, একধাপ পিছিয়ে ৩ নম্বরে অবস্থান করছে ভারত। চার নম্বর পজিশনে থাকা ইংলিশদের সবচেয়ে বড় অবনমন হয়েছে। পূর্বের র‍্যাংকিংয়ে তারা ছিলো শীর্ষে। 

তালিকের ৫ম, ষষ্ঠ ও সপ্তম অবস্থানে থাকা দলগুলোর র‍্যাংকিংয়ে কোন পরিবর্তন আসেনি।  ৫ম, ষষ্ঠ ও সপ্তম অবস্থানে থাকা দলগুলো হলো যথাক্রমেঃ দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও বাংলাদেশ। 

৮২ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে তালিকার ৮ম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর একধাপ পিছিয়ে তালিকের ৯ম স্থানে রয়েছে শ্রীলঙ্কা , ১০ম স্থানে থাকা আফগানিস্তানের র‍্যাংকিংয়ে আসেনি কোন পরিবর্তন।  

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লঙ্কান স্পিন ঘূর্ণিতে সিরিজ খোয়ালো বাংলাদেশ

লঙ্কান স্পিন ঘূর্ণিতে সিরিজ খোয়ালো বাংলাদেশ

ধোনির চেন্নাইয়েও করোনার হানা

ধোনির চেন্নাইয়েও করোনার হানা

কলকাতা শিবিরে করোনার হানা, পেছালো ম্যাচ

কলকাতা শিবিরে করোনার হানা, পেছালো ম্যাচ

টি-টোয়েন্টি ফরম্যাটে ৩১ মে থেকে ডিপিএল

টি-টোয়েন্টি ফরম্যাটে ৩১ মে থেকে ডিপিএল