ধোনির চেন্নাইয়েও করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০২ এএম, ০৪ মে ২০২১
ধোনির চেন্নাইয়েও করোনার হানা

প্রাণঘাতি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। ক্রিকেটার, মাঠকর্মী, সাপোর্ট স্টাফসহ সবার জন্য কঠোর জৈব-সরক্ষা বলয় সৃষ্টি করেছিল বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে কলকাতার পর এবার ধোনির চেন্নাই সুপার কিংসেও হানা দিয়েছে করোনা।

চেন্নাই দলে করোনায় আক্রান্ত হয়েছেন দলের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথান, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজী এবং টিম বাসের বাস চালক। দলের বাকি সদস্যদের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিয়মিত করোনা টেস্টের অংশ হিসেবে সোমবার (৩ মে) দিল্লিতে চেন্নাই দলের করোনা টেস্ট করা হয়। ওই টেস্টে তিনজনের ফলাফল পজিটিভ আসে। পজিটিভ আসায় আবারও তাদের করোনা টেস্ট করানো হবে। তবে দ্বিতীয়বারের পরীক্ষা ফল এখনো হাতে পায়নি চেন্নাই।

দ্বিতীয়বারের পরীক্ষায় করোনা ফলাফল নেগেটিভ আসলে আগের ফলাফল ‌`ফলস' হিসেবে গণ্য হবে। তবে পজিটিভ আসলে তাদেরকে দলের জৈব সুরক্ষা বলয়ের বাইরে আলাদাভাবে ১০ দিনের আইসোলেশনে থাকতে সহবে। সেক্ষেত্রে আবারও দলে ফিরতে হলে দুইবার করোনা টেস্টে নেগেটিভ হতে হবে।

এদিকে, কলকাতা নাইট রাইডার্স দলেও করোনা টেস্টে দুই ক্রিকেটার শরীরে পজেটিভ ধরা পড়ায় আহমেদাবাদে আজকে (সেমাবার) রাতের ম্যাচ স্থগিত করা হয়েছে। রাতে কলকাতা নাইট রাইডার্সে বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মাঠে নামার সূচি ছিল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কলকাতা শিবিরে করোনার হানা, পেছালো ম্যাচ

কলকাতা শিবিরে করোনার হানা, পেছালো ম্যাচ

আইপিএল ছেড়ে পাকিস্তান যাবেন সাকিব-রাসেল

আইপিএল ছেড়ে পাকিস্তান যাবেন সাকিব-রাসেল

‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’

‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’

আইপিএল খেলোয়াড়দের টিকা নেওয়ার সুযোগ, রয়েছে দ্বিধাও

আইপিএল খেলোয়াড়দের টিকা নেওয়ার সুযোগ, রয়েছে দ্বিধাও