বাংলাদেশকে লজ্জা দিয়ে পুরস্কৃত মায়ার্স-বোনাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৬ এএম, ০৭ মে ২০২১
বাংলাদেশকে লজ্জা দিয়ে পুরস্কৃত মায়ার্স-বোনাররা

বছরের শুরুর দিকেই তরুণ দল নিয়ে বাংলাদেশে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সফরে ওয়ানডে সিরিজে হারলেও টেস্ট সিরিজে বাংলাদেশকে হারিয়ে লজ্জা দিয়েছিল। সেই সিরিজের অন্যতম নায়ক কাইল মায়ার্স ও এনক্রুমা বোনার এবার পেলেন পুরস্কার। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে এ দু'জনসহ মোট চারজন জায়গা পেয়েছেন।

২০২১-২২ মৌসুমের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চুক্তি সই করেছে ১৮ জন ক্রিকেটারের সাথে। মায়ার্স ও এনক্রুমা বনার ছাড়াও উক্ত ১৮ জনে রয়েছে আরও নতুন দুই মুখ। টেস্ট ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জসুয়া দি সিলভা এবং ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আকিল হোসেইন। 

তিন ফরম্যাটের চুক্তিতেই রয়েছে একজন ক্রিকেটার। তিনি হলেন জেসন হোল্ডার। আগামী ১ জুলাই থেকে নতুন এই চুক্তি কার্যকর হবে। 

চুক্তিবদ্ধ ক্রিকেটার (টেস্ট)- ক্রেইগ ব্র্যাথওয়েট, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, রাকিম কর্নওয়াল, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ। 

চুক্তিবদ্ধ ক্রিকেটার (ওয়ানডে ও টি-টোয়েন্টি)- কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, আকিল হোসেন, এভিন লুইস, আলজারি জোসেফ, নিকোলাস পুরান, ড্যারেন ব্র্যাভো, শেই হোপ,  ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

তিন ফরম্যাটেই চুক্তিবদ্ধ ক্রিকেটারঃ জেসন হোল্ডার ।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভালোর আশাবাদী সৌম্য

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভালোর আশাবাদী সৌম্য

শ্রীলঙ্কা সিরিজে ওটিস গিবসনকে পাচ্ছে না বাংলাদেশ

শ্রীলঙ্কা সিরিজে ওটিস গিবসনকে পাচ্ছে না বাংলাদেশ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে তামিমের উন্নতি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে তামিমের উন্নতি

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ