ভয়ডরহীন ক্রিকেট আস্থা কুশল পেরেরার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ এএম, ১৫ মে ২০২১
ভয়ডরহীন ক্রিকেট আস্থা কুশল পেরেরার

২০২৩ বিশ্বকাপকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করেছে শ্রীলঙ্কা। এ প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচকরা সব সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়ে অধিনায়ক হিসেবে আস্থা রেখেছেন কুশল পেরেরার উপর। ২৩ মে (রোববার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার অধিনায়কত্বের যাত্রা। আর অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েই ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা জানালেন তিনি।

কুশল পেরেরা জানান, নির্বাচকরা তার উপর অধিনায়কত্বে আস্থা রাখার পাশাপাশি তার থেকে অনেক বেশি দায়িত্ব আশা করে। নিজের আরো বেশি দায়িত্বশীল ব্যাটিং করা উচিত বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘যখন আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় তখন নির্বাচকরা বলেন আমি মাঝে মাঝে ৫০-৬০ রান করি কিন্তু সেগুলোকে ১০০ তে পরিণত করার আগেই আউট হয়ে যাই। আমি ১০০ করতে পারলে দলের জয়ের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। আপনি প্রত্যেক ম্যাচেই ১০০ করতে পারবেন না, তবে যে ম্যাচে ভালো শুরু পাবেন সে ম্যাচে ১০০ করা উচিত। নির্বাচকরা আমার উপর অনেক বেশি দায়িত্ব আশা করে।‘

ওয়ানডে ক্রিকেটে গড় খুব ভালো না হলেও মাঠে প্রায় ৯২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন কুশল পেরেরা। ভয়ডরহীন ব্যাটিং করে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যে বেশ নজর কেড়েছেন তিনি। অধিনায়ক হিসেবে সতীর্থদেরকে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

কুশল পেরেরা বলেন, ‘ম্যাচ জয়ের জন্য ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। আপনাকে ম্যাচ হারবেন এ রকম চিন্তা করা যাবে না। যদি আপনি আপনার অবস্থান নিয়ে চিন্তিত হন, তাহলে শতভাগ দিয়ে খেলতে পারবেন না।‘

‘আমি খেলোয়াড়দেরকে বলতে চাই ম্যাচে আমাদের শতভাগ দিতে হবে। আমরা যদি অনুশীলনের সময়ও ভয়ডরহীন থাকি তাহলেই আমরা ম্যাচ জিততে পারবো।‘ কুশল পেরেরা আরও জানান, যদি ভয় নিয়ে খেলা হয় তাহলে ম্যাচ জেতা সম্ভব হবে না। ‘আমি একটি ভয়ডরহীন সংস্কৃতি গড়ে তুলতে চাই, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।‘

কুশল পেরেরা আরও যোগ করেন, ‘আমি ব্যক্তিগতভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করি। আমরা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে না পারি তাহলে কোনো ভাবেই ভালো করা সম্ভব হবে না। আমার সাফল্যের মূলমন্ত্রও ভয়ডরহীন ক্রিকেট খেলা।‘

ওয়ানডেতে কুশল পেরেরার ব্যাটিং রেকর্ড খুব বেশি সমৃদ্ধ না। ১৯৬ ইনিংসে ব্যাট করে ৩১.০৪ গড়ে ৯২.০৪ স্ট্রাইকরেটে করেছেন ২৮২৫ রান।

২৩ মে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে লঙ্কান ক্রিকেট প্রবেশ করবে আরেকজন নতুন অধিনায়কের যুগে। দেখা যাক, কতটা সফল হতে পারেন তিনি। উল্লেখ্য যে, কুমার সাঙ্গাকারার অধিনায়কত্ব ত্যাগের পর স্থায়ী কোনো অধিনায়ক নির্বাচন করতে পারেনি লঙ্কা ক্রিকেট বোর্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘বন্দিশালা’য় সাকিব-মোস্তাফিজ, পরিবার ছাড়া ঈদ

‘বন্দিশালা’য় সাকিব-মোস্তাফিজ, পরিবার ছাড়া ঈদ

ইংল্যান্ডের হয়ে আইপিএল ভাবনায় আমির!

ইংল্যান্ডের হয়ে আইপিএল ভাবনায় আমির!

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরছে পর্তুগালে

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরছে পর্তুগালে

ইংলিশদের আইপিএল খেলা নিয়ে স্টোকসের শঙ্কা

ইংলিশদের আইপিএল খেলা নিয়ে স্টোকসের শঙ্কা