‘যেমনটা করেছিল, তেমনটাই পাবে শ্রীলঙ্কা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ এএম, ১৭ মে ২০২১
‘যেমনটা করেছিল, তেমনটাই পাবে শ্রীলঙ্কা’

রোববার ঢাকা পৌঁছায় শ্রীলঙ্কা ক্রিকেট দল, ছবি : বিসিবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। করোনার মাঝে নিয়ম অনুযায়ী ঢাকা পৌঁছেই হোটেল সোনারগাঁও কোয়ারেন্টাইনে চলে গেছেন লঙ্কানরা। সেখানেই তিনদিন রুমবন্দি কোয়ারেন্টাইন পালন করতে হবে এবং পর পর দুইবার তাদের করোনা পরীক্ষা করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কায় যেমন প্রটোকলে ছিল, তারাও ঠিক তেমনটাই পাবেন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বিসিবি সে রকম প্রোটোকলই তৈরি করেছে।

রোববার (১৬ মে) শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকা আসার পর বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় দেবাশীষ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রথম তিনদিন তাদের (শ্রীলঙ্কা ক্রিকেট দল) কঠোর কোয়ারেন্টাইন অনুসরণ করা হবে। অর্থাৎ, খেলোয়াড়রা হোটেল রুমে অবস্থান করবেন, বাইরে যেতে পারবেন না।’

তিনি বলেন, ‘এ তিনদিনের মধ্যেই তাদের দুইবার করোনা টেস্ট করা হবে। টেস্টের ভিত্তিতে চতুর্থ দিন থেকে অনুশীলনের অনুমতি মিলবে এবং অনুশীলন করতে পারবে। আমরা যখন শ্রীলঙ্কায় গিয়েছিলাম তখন আমরাও এ পদ্ধতি ফলো করেছি।’

বাংলাদেশ সফরে লঙ্কান দলের ক্রিকেটার-স্টাফদের মোট চারবার করোনা পরীক্ষা হবে। দেবাশীষ বলেন, ‘মোট চারটা পরীক্ষা হবে। শেষ পরীক্ষাটা করা হবে মূলত দেশ ছাড়ার আগে বিধিনিষেধ অনুসারে। ২১ তারিখ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে। ২২ তারিখ কোভিড পরীক্ষা হবে। ওই পরীক্ষার ফলের ওপর ২৩ তারিখ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে।’

সফরকারী দলের জন্য পুরো প্রক্রিয়া সরকারি নিদের্শনা মেনে করা হচ্ছে জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘প্রক্রিয়াটা সম্পূর্ণ সরকারের নির্দেশনা অনুসরণ করছি। সরকার আমাদের যে নির্দেশনা দিচ্ছে, সেভাবেই কোভিড প্রটোকল অনুসরণ করার চেষ্টা করছি। প্রত্যেক খেলোয়াড়ের জন্যই, প্রত্যেক দলের জন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা নির্দেশনা রয়েছে।’

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২৩ মে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। সিরিজ শেষে ২৯ মে লঙ্কান ক্রিকেট দলের ঢাকা ছাড়বে।

স্পোর্টসমেইল২৪/আরকে/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে রুবেলকে নিয়ে শঙ্কা

ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে রুবেলকে নিয়ে শঙ্কা

টিভি স্বত্ব থেকে ১৫০ কোটি টাকা পাওয়ার আশা বিসিবির

টিভি স্বত্ব থেকে ১৫০ কোটি টাকা পাওয়ার আশা বিসিবির

ভয়ডরহীন ক্রিকেট আস্থা কুশল পেরেরার

ভয়ডরহীন ক্রিকেট আস্থা কুশল পেরেরার

শ্রীলঙ্কা সিরিজে ওটিস গিবসনকে পাচ্ছে না বাংলাদেশ

শ্রীলঙ্কা সিরিজে ওটিস গিবসনকে পাচ্ছে না বাংলাদেশ