শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের দুই দেশি কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৩ এএম, ১৯ মে ২০২১
শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের দুই দেশি কোচ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলে বিদেশি কোচের পাশাপাশি যুক্ত হচ্ছেন দেশি কোচ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে দুই দেশি কোচ। কয়েক বছর ধরে দেশি কোচ নিয়োগ দেওয়ার পক্ষে মত দেওয়া হলেও সেদিকে কোনো কর্নপাত ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির। এবার দুই বিদেশি কোচের অনুস্থিতিতে দেশি কোচের উপরই ভরসা রাখছে বিসিবি।

ভাষাগত সমস্যার কারণে অনেক সময় বিদেশি কোচের সাথে কাজ সমস্যা হয় বলে জানিয়েছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে স্পিন কোচ সোহেল ইসলামকে নিয়ে কথা বলার সময় এ রকম কথা বলেছিলেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। তার মতে, ড্যানিয়েল ভেট্টোরির থেকে বেশি কার্যকর বোলিং কোচ সোহেল ইসলাম।

বিদেশি কোচের অনুপস্থিতিতে বাধ্য হয়েই টাইগার শিবিরে যুক্ত করতে হচ্ছে দুই দেশি কোচকে। জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন অনুর্দ্ধ ১৯ দলের কোচ তালহা জুবায়ের এবং মিজানুর রহমান বাবুল।

সাবেক পেসার তালহা জুবায়ের অনুর্দ্ধ ১৯ দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় দলের নিয়মিত পেস বোলিং কোচ ওটিস গিবসন অনুপস্থিত থাকায় তালহা জুবায়েরের ডাক পড়েছে।

মিজানুর রহমান বাবুল অনুর্দ্ধ ১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। টিম ম্যানেজমেন্টের চাওয়ার কারণে তাকে দলে অন্তর্ভূক্ত করেছে বিসিবি।

ঈদের আগে শুরু হওয়া ক্যাম্পে প্রাথমিক দলের ক্রিকেটাররা তাদের অধীনেই ক্যাম্প শুরু করেছিলেন।

 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দু’দিন আগেই ‘মুক্ত’ সাকিব-মোস্তাফিজ

দু’দিন আগেই ‘মুক্ত’ সাকিব-মোস্তাফিজ

শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না রুবেল-হাসান মাহমুদ

শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না রুবেল-হাসান মাহমুদ

বাংলাদেশ সফরের আগেই ভ্যাকসিন চান অজিরা

বাংলাদেশ সফরের আগেই ভ্যাকসিন চান অজিরা

প্রথম ধাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার সবাই করোনা নেগেটিভ

প্রথম ধাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার সবাই করোনা নেগেটিভ