মোহামেডানের হয়ে খেলার অনুমতি পেয়েছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ এএম, ২০ মে ২০২১
মোহামেডানের হয়ে খেলার অনুমতি পেয়েছেন সাকিব

দুই দফা পিছিয়ে ৩১ মে (সোমবার) থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) না খেলে আকর্ষণীয় এ ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান। সর্বশেষ আবাহনী লিমিটেডের হয়ে আকর্ষণীয় এ টুর্নামেন্টে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন সাকিব।

করোনার কারণে লম্বা বিরতি দিয়ে শুরু হতে যাওয়ার এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টিতে ফরম্যাটে। এবারের টুর্নামেন্টে মোহামেডানের হয়ে খেলবেন সাকিব। এ বিষয়ে সাকিব অনুমতিও পেয়েছেন।

ডিপিএল চলার সময় অবশ্য পাকিস্তান সুপার লিগও চলবে। সেখানে লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা ছিল সাকিবের। তবে সাকিব সেটি না খেলে ডিপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, ঈদের আগে সাকিব মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে চাওয়ার একটি আবেদন করেছিলেন। সব দিক বিবেচনা করে সাকিবকে অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত দুই লিগে সাকিবের খেলেনি। ফ্রি একজন খেলোয়াড় হিসেবে তার মোহামেডানের হয়ে খেলতে বাধা নেই। যার ফলে টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

প্রিমিয়ার লিগে সর্বশেষ ২০১৬ সালে খেলেছেন সাকিব আল হাসান। সেই আসরের চ্যাম্পিয়ন আবাহনীর হয়ে ৮ ম্যাচে ১৩ দশমিক ৭৭ গড়ে ১৮ উইকেট নিয়েছিলেন সাকিব। এছাড়া ব্যাট হাতে ৭ ইনিংসে ৩০ গড়ে ২১০ রান করেছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন সাকিব

পিএসএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন সাকিব

বাংলাদেশ দলের সামনে 'চ্যালেঞ্জ' হাসারাঙ্গা

বাংলাদেশ দলের সামনে 'চ্যালেঞ্জ' হাসারাঙ্গা

বৃষ্টিতে অস্বস্তি, স্বস্তিতে সাকিব-মোস্তাফিজ

বৃষ্টিতে অস্বস্তি, স্বস্তিতে সাকিব-মোস্তাফিজ

শ্রীলঙ্কা সিরিজ দেখাবে বাংলাদেশের দুই টিভি চ্যানেল

শ্রীলঙ্কা সিরিজ দেখাবে বাংলাদেশের দুই টিভি চ্যানেল