হতাশা থেকে ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন স্মিথ প্যাটেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০২ জুন ২০২১
হতাশা থেকে ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন স্মিথ প্যাটেল

হতাশা থেকে ভারতীয় ক্রিকেট থেকে বিদায় নিলেন স্মিত প্যাটেল। তিনি বিশ্বকাপজয়ী ২০১২ সালের ভারতীয় অনূর্ধ্ব- ১৯ দলের সদস্য ছিলেন। অনূর্ধ্ব ১৯ দলের পর থেকে জাতীয় দলের হয়ে খেলার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও তা আর হয়ে উঠেনি। জাতীয় দলে খেলতে না পারার হতাশা থেকেই ভারতীয় ক্রিকেট থেকে বিদায় নিলেন স্মিত প্যাটেল। তবে ভারতীয় ক্রিকেট থেকে বিদায় নিলেও ক্রিকেটার হিসেবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তিনি।

ইতিমধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লেয়ার ড্রাফটের মাধ্যমে স্মিত প্যাটেলকে দলে ভিড়িয়েছে বার্বাডোস ট্রাইডেন্টস। এর আগে আমেরিকার মেজর লিগ ক্রিকেটে খেলেছিলেন তিনি। মেজর লিগ ক্রিকেটের সর্বশেষ দুই মৌসুমে খেলেছিলেন তিনি।

এ বিষয়ে স্মিত প্যাটেল জানিয়েছেন, মেজর লিগে খেলার কারণে তিনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের খেলার জন্য আত্মবিশ্বাস পেয়েছেন। মেজর লিগে খেলে পাওয়া আত্মবিশ্বাসের কারণেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে বিভিন্ন লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভারতীয় দলের হয়ে ঢোকার জন্য স্মিত গুজরাট, ত্রিপুরা, গোয়া এবং বারোদার হয়ে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলে গিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন কিন্তু নিজেকে জাতীয় দলে নিয়ে যেতে পারেননি তিনি। এ হতাশা থেকেই ভারতীয় ক্রিকেটকে বিদায় বলেছেন স্মিত।

এ বিষয়ে স্মিত প্যাটেল জানান, ‘এটা আমার জন্য নতুন একটি ইনিংস। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলের হয়ে খেলার অনেক চেষ্টা করেছি। এর জন্য ঘরোয়া লিগে অনেকগুলো দলের হয়ে খেলার চেষ্টা করেছি, তবে তা আর হয়ে উঠেনি।’

একই সঙ্গে তিনি জানিয়েছেন,‘ বিশ্বকাপের হয়ে টুর্নামেন্টে ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। ভালো স্মৃতিগুলো নিয়ে সরে যাচ্ছি। অবসরের চিঠি বিসিসিআইকে পাঠিয়েছি। বিসিসিআইয়ের সব ধরনের কার্যক্রম শেষ। ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার যাত্রা এখানেই শেষ।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড সফরে প্রিয়তমাদের কাছেই পাচ্ছেন কোহলিরা

ইংল্যান্ড সফরে প্রিয়তমাদের কাছেই পাচ্ছেন কোহলিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

রেকর্ড পারিশ্রমিকে মোহামেডানে খেলছেন সাকিব

রেকর্ড পারিশ্রমিকে মোহামেডানে খেলছেন সাকিব

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে সরে গেল কোপা আমেরিকা

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে সরে গেল কোপা আমেরিকা