বিশ্বকাপ আয়োজনে বিড করবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ এএম, ১৬ জুন ২০২১
বিশ্বকাপ আয়োজনে বিড করবে বাংলাদেশ

২০২৩ সালের পরবর্তী আইসিসি ওয়ানডে বিশ্বকাপ যৌথ্যভাবে এবং ২০২৫ সালে চ্যাস্পিয়নস ট্রফি এককভাবে আয়োজনের স্বত্ত্ব পেতে বিডে অংশ নেওয়ার জন্য আবেদন করবে বাংলাদেশ। মঙ্গলবার (১৫ জুন) নির্বাহী কমিটির সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্টেডিয়াম সঙ্কটের কারণে এককভাবে বিশ্বকাপ আয়োজনের বিড করতে পারবে না বাংলাদেশ। তবে চ্যাস্পিয়নস ট্রফি আয়োজনের সামর্থ্য রয়েছে।

২০২৪ থেকে ২০৩১ সাল, ৮ বছরের পুরুষদের বৈশ্বিক টুর্নামেন্ট চূড়ান্ত করেছে আইসিসি। এ সময়ের মধ্যে ২০২৭ ও ২০৩১ সালে দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। একই সময়ে ২০২৫ ও ২০২৯ সালে ৮ দলের মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে।

বর্তমান পরিস্থিতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের সামর্থ্য নেই। এ দুটি বিশ্বকাপ আয়োজনে মানতে হবে আইসিসির বেশ কিছু শর্ত। সেগুলোর মধ্যে অন্যতম হলো ১০টি ভেন্যু। কমপক্ষে ৮টি হলেও এককভাবে আয়োজনে সম্ভব, তাও নেই বাংলাদেশের। তবে যৌথ্যভাবে বিট করতে আবেদন করবে বিসিবি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘এখানে (বিশ্বকাপ আয়োজনে) বেশ কিছু সমস্যা আছে। পুরুষদের বিশ্বকাপ নিয়ে যেটা, তা হলো এখানে ১০টি পূর্ণাঙ্গ স্টেডিয়াম লাগবে। যারাই নেবে তাদের ১০টি পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধাসহ ভেন্যু থাকতে হবে। এটা তো আমাদের পক্ষে সম্ভব না।’

‘কারণ, আমাদের এত ভেন্যু নেই। যদি আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে যাই... এটাও আমাদের জন্য কঠিন। আবার চ্যাম্পিয়নস ট্রফি আছে। ওইটা আমাদের জন্য ঠিক আছে। আমরা ঠিক করেছি এককভাবে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য বিড করবো।’ -বলেন তিনি।

যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করে বোর্ড সভাপতি বলেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আমরা একা পারবো না। আমরা যৌথভাবে আয়োজনের চেষ্টা করবো। আমাদের ইচ্ছা উপমহাদেশে যারা আছে তাদের নিয়ে, মানে এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) অধীনে যারা আছে তাদের সঙ্গে কথা বলে দেখবো।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি একসঙ্গে দেই (বিড করা হয়) তাহলে বিশ্বকাপ পাওয়ার সম্ভাবনা বেশি। আমরা, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত আছে। এটায় সময় খুব কম। আমরা যাই করি না কেন দুই-একদিনের ভেতরে চূড়ান্ত করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার

কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার

সাকিবকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র চলছে : শিশির

সাকিবকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র চলছে : শিশির

ক্রিকেটের মতো দেশের ফুটবলেও জোয়ার আসবে : আনভীর

ক্রিকেটের মতো দেশের ফুটবলেও জোয়ার আসবে : আনভীর

আমি তরুণদের উপর ভরসা রাখছি : তামিম

আমি তরুণদের উপর ভরসা রাখছি : তামিম