সুপার লিগে না খেলা নিয়ে যা বললেন তামিম ইকবাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ এএম, ১৮ জুন ২০২১
সুপার লিগে না খেলা নিয়ে যা বললেন তামিম ইকবাল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগে সাকিব আল হাসানের খেলা-না খেলার শঙ্কার মাঝে এলো আরেক সংবাদ। লিগের ১১তম রাউন্ড শেষেই তামিম ইকবালের শেষ হয়ে গেছে ডিপিএল খেলা। ডান হাঁটুতে চোট পাওয়ায় তামিম ইকবালকে বাকি ম্যাচগুলোতে পাচ্ছে না প্রাইম ব্যাংক।

নিজের ইনজুরির ব্যাপারে তামিম ইকবাল জানান, বেশ কিছুদিন ধরেই তিনি পায়ে ব্যাথা অনুভব করছিলেন। ডাক্তারদের সাথে এ ব্যাপারে কথা বললে তারা ই বিশ্রামে থাকতে বলে।

তামিম বলেন, 'শেষ কয়েকটা ম্যাচে পায়ে ভীষণ ব্যাথা হচ্ছিল। আমি বেশ ভুগতেছিলাম ফিল্ডিং এবং রানিং বিটুউইন দ্যা উইকেটে। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, বিসিবির সাথে কথা বলেছি, উনারা বলেছেন আমার এই মুহূর্তে না খেলায়ই ভালো হবে। আমার বিশ্রাম দরকার।'

তামিম ইকবাল মনে করেন, সামনের জিম্বাবুয়ে সিরিজে পুরো ফিট হতে হলে তাকে বর্তমান অবস্থা থেকে আরও সুস্থ হতে হবে। আর সেজন্য তিনি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে লক্ষ্য করে নিজেকে তৈরি করার চেষ্টা করছেন।

তিনি বলেন, 'সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে। এখন যে অবস্থা তার থেকে আরও ভালো হতে হবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য। আশা করি প্রথম টেস্টের আগে আমি সুস্থ হয়ে যাব। মেডিকেল টিম যে উপদেশ দিবে তা মেনে চলব।'

লিগে মাঝপথে তামিম ইকবাল হারিয়ে কিছুটা বিপাকেই প্রাইম ব্যাংক। তবে, প্রাইম ব্যাংক তামিমের বর্তমান অবস্থা বুঝতে পারায় এবং তাকে বিশ্রামে যাওয়ার সুযোগ দেয়ায় দলটির প্রতিও কৃতজ্ঞতা জানালেন তিনি।

তিনি আরও বলেন, 'প্রাইম ব্যাংকে আমি সময়টা উপভোগ করেছি। আমি অনেক টিমেই খেলেছি তবে তারা অনেক প্রফেশনাল। আমি যখন আমার এই ব্যাপারটা তাদের জানাই তারা ডাক্তাররা যেটা বলেছে সেটাই ফলো করতে বলেছে।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএলের সুপার লিগে খেলবেন না তামিম

ডিপিএলের সুপার লিগে খেলবেন না তামিম

দুই দলের পেসারদের লড়াই দেখার অপেক্ষায় চ্যাপেল

দুই দলের পেসারদের লড়াই দেখার অপেক্ষায় চ্যাপেল

সেই আঘাতে পিএসএল শেষ  ডু প্লেসির

সেই আঘাতে পিএসএল শেষ ডু প্লেসির

বৃষ্টিতে পরিত্যক্ত ডিওএইচএস-দোলেশ্বর ম্যাচ

বৃষ্টিতে পরিত্যক্ত ডিওএইচএস-দোলেশ্বর ম্যাচ