দীর্ঘদিন পর সন্তানদের কাছে ফিরলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫০ এএম, ১৯ জুন ২০২১
দীর্ঘদিন পর সন্তানদের কাছে ফিরলেন সাকিব

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সুপার লিগের ম্যাচ না খেলেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার (১৮ জুন) ভোরে ঢাকা ছাড়েন সাকিব। পরিবারের সাথে সময় কাটানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি।

দল ছাড়বেন বলে বৃহস্পতিবার (১৭ জুন) গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে মোহামেডানের হয়ে অধিনায়কত্ব করেননি সাকিব আল হাসান। তার পরিবর্তে মাঠে অধিনায়কের দায়িত্ব পালন করেন শুভাগত হোম।

দীর্ঘদিন পর ডিপিএল ফিরেছিলেন সাকিব আল হাসান। তবে ফিরে এসে নিজের নামের প্রতি নামে সুবিচার করতে পারেন সাকিব আল হাসান। এছাড়াও ডিপিএল চলাকালীন সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচে মাঠে অসদাচরণের দায়ে সাকিব আল হাসানকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা এবংপাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

নিষেধাজ্ঞায় থাকাকালীন সময়েই গুঞ্জন উঠেছিল যুক্তরাষ্ট্রে যেতে পারেন সাকিব আল হাসান। গ্রুপ পর্বের ম্যাচ শেষ করেই উড়াল দিয়েছেন সেখানে।

এর আগে আইপিএলের ১৪তম আসরকে সামনে রেখে ২২ মার্চ দিনগত রাতে ঢাকায় আসেন সাকিব আল হাসান। আইপিএল, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ এবং ডিপিএল খেলে পরিবারের কাছে ফিরলেন তিনি।

সবকিছু ঠিকঠাক চলতি মাসের ২৯ তারিখ জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে দেশের মাটিতে ক্যাম্প করবে না বাংলাদেশ। তাই যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দিবেন তিনি। এছাড়াও বাংলাদেশ দলের কোচিং স্টাফরাও সরাসরি জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দিবেন।

ডিপিএলে মোহামেডানের হয়ে সাকিব ৮ ম্যাচ খেলেছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের ছায়া হয়েছিলেন সাকিব। ডিপিএলে ৮ ম্যাচে করেছিলেন ১২০ রান এবং শিকার করেছেন মাত্র ৯ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সুপার লিগে নেই সাকিব, পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে

সুপার লিগে নেই সাকিব, পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে

৫০ হাজার টাকায় রক্ষা পেলেন সাব্বির

৫০ হাজার টাকায় রক্ষা পেলেন সাব্বির

সুপার লিগে কবে-কখন কোন দলের খেলা

সুপার লিগে কবে-কখন কোন দলের খেলা

ডিপিএলের সুপার লিগে খেলবেন না তামিম

ডিপিএলের সুপার লিগে খেলবেন না তামিম