বার্মিংহাম ফোনিক্সের হেড কোচ হলেন ভেট্টোরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ এএম, ২৩ জুন ২০২১
বার্মিংহাম ফোনিক্সের হেড কোচ হলেন ভেট্টোরি

দ্য হান্ড্রেডের প্রথম আসরে বার্মিংহাম ফোনিক্সের হেড কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। তিনি অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের পরিবর্তে দায়িত্ব পালন করবেন। এছাড়াও সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আরেক কিউই ক্রিকেটার জেমস ফ্রাঙ্কলিন।

যুক্তরাজ্যে কোয়ারেন্টাইনের কঠোর নিয়মের কারণে দ্য হান্ড্রেড ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এ কারণেই বিকল্প হিসেবে ড্যানিয়েল ভেট্টোরিকে কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ড্যানিয়েল ভেট্টোরিকে বার্মিংহাম ফোনিক্সের সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। ড্যানিয়েল ভেট্টোরির পরিবর্তে জেমস ফ্রাঙ্কলিনকে সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শিকার করেছেন ৭০০ উইকেট। ব্যাট হাতে করেছেন ৭০০০ রান। কোচ হিসেবেও বেশ সমৃদ্ধ ড্যানিয়েল ভেট্টোরির ক্যারিয়ার। এর আগে তিনি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, কাউন্টি দল মিডলসেক্স এবং বিগব্যাশের দল ব্রিসবেন হিটকে কোচিং করিয়েছেন। এছাড়াও বাংলাদেশ দলের বোলিং পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লা লিগার দেশে বসবে ক্রিকেটের আন্তর্জাতিক আসর

লা লিগার দেশে বসবে ক্রিকেটের আন্তর্জাতিক আসর

ড্র হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে একক চ্যাম্পিয়ন চান গাভাস্কার

ড্র হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে একক চ্যাম্পিয়ন চান গাভাস্কার

আনচেলত্তির প্রশংসায় গ্যারেথ বেল

আনচেলত্তির প্রশংসায় গ্যারেথ বেল

বিতর্কিত আলোকসজ্জা করতে চায় জার্মানি, উয়েফার না

বিতর্কিত আলোকসজ্জা করতে চায় জার্মানি, উয়েফার না