ড্র হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে একক চ্যাম্পিয়ন চান গাভাস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ এএম, ২৩ জুন ২০২১
ড্র হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে একক চ্যাম্পিয়ন চান গাভাস্কার

প্রথমবারে মত আয়োজিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথহ্যাম্পটনে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং ভারত। তবে বিরুপ আবহাওয়ার কারণে টেস্টের প্রথম এবং চতুর্থদিন বৃষ্টির পেটে চলে গিয়েছে। এছাড়াও বাকিদিনগুলোতে চলছে বৃষ্টির প্রভাব। এ অবস্থায় নিশ্চিত করেই বলা যাচ্ছে ড্রয়ের পথে রয়েছে চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ড্র হলে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে আইসিসি। তবে আইসিসির এ নিয়মের বিরোধিতা করেছেন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

ক্রিকেটের কোনো বৈশ্বিক আসরে এখন পর্যন্ত যুগ্ম চ্যাম্পিয়ন দেখা যায়নি, তবে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাওয়ার কারণে প্রথমবারের মত যুগ্ম চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। তবে এ নিয়মের বিরোধিতা করেছেন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। তার মতে ফুটবলের মত ম্যাচ ড্র হলেও একক চ্যাম্পিয়ন ঘোষণার পক্ষপাতি তিনি।

গাভাস্কার বলেছেন, 'আইসিসির ক্রিকেট কমিটিকে ম্যাচ ড্র হলে কিভাবে একক চ্যাম্পিয়ন ঘোষণা করা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত। ক্রিকেটের কোনো বিশ্ব আসরে আগে যুগ্ম চ্যাম্পিয়ন দেখা যায়নি, টেস্ট চ্যাম্পিয়নশিপে যুগ্ম চ্যাম্পিয়ন দেখতে চায় না ক্রিকেট বিশ্ব।'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃষ্টির কারণে এখন পর্যন্ত চারদিনের খেলা হওয়ার কথ থাকলেও খেলা হয়েছে মাত্র দুইদিন। বাকি দুইদিন বৃষ্টির কারণে কোনো বলই মাঠে গড়ায়নি। দুইদিন মাঠে খেলা গড়ালেও সে সময় ছিল বৃষ্টির বাধা এবং আলোকস্বল্পতার সমস্যা। এখন পর্যন্ত দুই দলের মোট চার ইনিংসের মধ্যে খেলা শেষ হয়েছে মাত্র এক ইনিংস। দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় খেলা রিজার্ভ ডেতে খেলা গড়াচ্ছে এটা নিশ্চিত করে বলা যায়। তবে রিজার্ভ ডে তে খেলা গড়ালেও তিন ইনিংস শেষ করা বেশ কঠিন বলে মনে করেন গাভাস্কার।

এ বিষয়ে সুনীল গাভাস্কার বলেন, ' দুই দলই মাঠে দূর্দান্ত ব্যাটিং করছে। দুই দিনের মধ্যে খেলা শেষ করা সম্ভব নয়। তাই ম্যাচ ড্র হিসেবেই মেনে নিতে হবে। তবে চ্যাম্পিয়ন নির্ণয়ের জন্য ফুটবলের মত ট্রাইব্রেকারের মত নিয়ম বের করা উচিত, যাতে একক চ্যাম্পিয়ন ঘোষণা করা যায়।'

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় প্রোটিয়া হিসেবে টেস্টে কেশব মহারাজের হ্যাটট্রিক

দ্বিতীয় প্রোটিয়া হিসেবে টেস্টে কেশব মহারাজের হ্যাটট্রিক

অজুহাত দেখাতে চান না ব্র্যাথওয়েট

অজুহাত দেখাতে চান না ব্র্যাথওয়েট

এবার অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার সোহান

এবার অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার সোহান

হ্যারি কেনের জন্য ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব সিটির

হ্যারি কেনের জন্য ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব সিটির