দ্য হানড্রেডে ক্রিকেট প্রতিভা দেখালেন ফুটবলার হ্যারি কেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৯ আগস্ট ২০২২
দ্য হানড্রেডে ক্রিকেট প্রতিভা দেখালেন ফুটবলার হ্যারি কেন

ইংল্যান্ডে চলছে ক্রিকেটের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড। লন্ডন স্পিরিট ও ম্যানচেস্টার অরিজিনালসের মধ্যকার ম্যাচের আগে ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডসে হাজির হন তারকা ফুটবলার হ্যারি কেন। টটেনহ্যাম সতীর্থ ম্যাট দোহার্টিকে নিয়ে সেখানে দেখিয়েছেন নিজের ক্রিকেট প্রতিভা।

সোমবার (৮ আগস্ট) লর্ডসে মুখোমুখি হয়েছিল লন্ডন স্পিরিট ও ম্যানচেস্টার অরিজিনালস। এই ম্যাচের আগে লর্ডসে ক্লাব সতীর্থ দোহার্টিকে নিয়ে ছক্কা চ্যালেঞ্জে অংশ নেন হ্যারি কেন। 

হ্যারি কেনের এই ক্রিকেট প্রীতি নতুন নয়, এর আগে বেশ কয়েকবার তা দেখা গিয়েছিল। টটেনহ্যামের ড্রেসিং রুমেও ক্রিকেট ব্যাট-বল নিয়ে যে নাড়াচাড়া করেন সেই বিষয়টি নতুন করে জানিয়ে দেন কেন।

“হার্টি (জো হার্ট) খুবই ভালো খেলে। আমি ওর সাথে প্রচুর ক্রিকেট খেলেছি। বেন ডেভিস ব্যাট-বলে বেশ ধারাবাহিক। তবে ম্যাটের (দোহার্টি) ধারণা ও সেরা।”- বলেন কেন।

টটেনহ্যামের আইরিশ ডিফেন্ডার ম্যাট দোহার্টি জানান, তার বড় হয়ে উঠা ক্রিকেটের সাথেই। এমনকি টেস্ট ক্রিকেট, আইপিএল এমনকি ওয়ানডে ক্রিকেটেও তার থাকে তীক্ষ্ণ নজর।

বলেন, “বাড়িতে ভাইয়ের সাথে ক্রিকেট খেলেই বড় হয়েছি। প্রথমে খেলাটা সম্পর্কে জানতাম না, ইংল্যান্ডে এসে এর প্রেমে পড়েছে। ক্রিকেটের সব ফরম্যাটই দারুণ। আমি টেস্ট ম্যাচ, আইপিএল ও ওয়ানডে ক্রিকেট সবই অনুসরণ করি।”

দ্য হানড্রেডের আগে ছক্কা চ্যালেঞ্জে অবশ্য খুব বেশি ভালো করতে পারেননি হ্যারি কেন। বেশ কয়েকবারের চেষ্টার পর বাউন্ডারি লাইন পার করতে পারেন এই তারকা ফুটবলার। তার তুলনায় অবশ্য বেশ ভালোই খেলেছেন তার ক্লাব সতীর্থ দোহার্টি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডকে হারিয়ে ৯৪ বছরের স্মৃতি ফিরালো হাঙ্গেরি

ইংল্যান্ডকে হারিয়ে ৯৪ বছরের স্মৃতি ফিরালো হাঙ্গেরি

স্যার ববিকে ছাড়িয়ে যাওয়া কেনের সামনে একমাত্র রুনি

স্যার ববিকে ছাড়িয়ে যাওয়া কেনের সামনে একমাত্র রুনি

প্রিমিয়ার লিগে আগুয়েরোর রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেন

প্রিমিয়ার লিগে আগুয়েরোর রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেন

বিশ্বকাপেই রুনির রেকর্ড ভাঙবেন কেইন : সাউথগেট

বিশ্বকাপেই রুনির রেকর্ড ভাঙবেন কেইন : সাউথগেট