ভারত সিরিজের আগেও চুক্তি নিয়ে ঝামেলায় লঙ্কান ক্রিকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ এএম, ০৩ জুলাই ২০২১
ভারত সিরিজের আগেও চুক্তি নিয়ে ঝামেলায় লঙ্কান ক্রিকেট

মাঠে বাজে পারফর্মেন্স আর মাঠের বাইরের বিতর্ক যেন শ্রীলঙ্কা ক্রিকেটের পিছু ছাড়তেই চাইছে না। ভারতের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজের আগে চুক্তি নিয়ে আবারও ঝামেলায় লঙ্কান ক্রিকেটাররা। সিরিজের জন্য চুক্তি করতে রাজি হননি পাঁচ ক্রিকেটার।

ভারত সিরিজের আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেওয়া চুক্তিতে রাজি হননি পাঁচ লঙ্কান ক্রিকেটার। তাদের কাউকেই আবাসিক ক্যাম্পে যোগ দিতে দেয়নি লঙ্কা বোর্ড। চুক্তিতে রাজি না হওয়া ক্রিকেটাররা হলেন- লাসিথ এমবুলডেনিয়া, আশেন বান্দারা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা এবং কাসুন রাজিতা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশেল ডি সিলভা জানিয়েছেন, চুক্তি স্বাক্ষর না করলে কোনো ক্রিকেটার জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে পারবে না।

কেন্দ্রীয় চুক্তি নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছে। কেন্দ্রীয় চুক্তির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ক্রিকেটারদের সিরিজের জন্য চুক্তি করতে বলা হয়েছে। কিন্তু বোর্ডের এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওই পাঁচ ক্রিকেটার। এর আগে চলমান ইংল্যান্ড সফরের আগেও একই সমস্যা সৃষ্টি হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেটে। চুক্তিতে স্বাক্ষর না করায় ওই পাঁচ ক্রিকেটারকে আবাসিক ক্যাম্প ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক অনুশীলন শুরু না হওয়া পর্যন্ত ক্রিকেটারদের সামনে সুযোগ আছে বলে জানিয়েছেন লঙ্কা ক্রিকেটে বোর্ডের প্রধান নির্বাহী। নির্ধারিত সময়ের মধ্যেই ক্রিকেটাররা চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশাবাদী তিনি।

চলতি মাসের ১৩ তারিখ শুরু হবে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। দুই ফরম্যাটে তিনটি করে ম্যাচ খেলবে দুই দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের দল নিয়ে চটেছেন রানাতুঙ্গা

ভারতের দল নিয়ে চটেছেন রানাতুঙ্গা

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে সিনিয়রদের বাদ দিয়ে তরুণদের হিড়িক

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে সিনিয়রদের বাদ দিয়ে তরুণদের হিড়িক

আট বছরের নিষেধাজ্ঞায় আমির-আশফাক

আট বছরের নিষেধাজ্ঞায় আমির-আশফাক

দ্য হ্যানড্রেড থেকে সরলেন উইলিয়ামসন

দ্য হ্যানড্রেড থেকে সরলেন উইলিয়ামসন