পাক-আফগানে পর ভারতের সাথেও সিরিজের চেষ্টা বিসিবির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪১ এএম, ০৬ জুলাই ২০২১
পাক-আফগানে পর ভারতের সাথেও সিরিজের চেষ্টা বিসিবির

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের এবারের প্রস্তুতিটা খুব ভালো নয়। করোনার কারণে বাতিল হয়ে গেছে একাধিক সিরিজ, অনুশীলন, ক্যাম্পেও ঘটেছে ব্যাঘাত। তবে, এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান, আফগানিস্তানের পর ভারতের সাথেও একটি সিরিজ আয়োজনের চেষ্টা করছে তারা।

এ বছরের মার্চে ভারতের সাথে ওয়ানডে ও টেস্ট সিরিজ ছিল বাংলাদেশের যুবাদের, তবে সেটি হয়নি। করোনার কারণে বাংলাদেশে আসেনি পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলও। জুন মাসে ক্যাম্প শুরু হয়েছিল যুবাদের। যা শেষ হয় জুনের শেষদিকে। বর্তমানে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আপাতত ক্যাম্প হওয়ার সম্ভাবনা নেই।

ঈদের পর আর দেরি না করে যুবাদের মাঠে ফেরাতে চায় বিসিবি। আর তাই আফগানিস্তান এবং পাকিস্তানের পাশাপাশি ভারতের বিপক্ষেও একটি সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি।

বিসিবি ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার বলেন, 'আগস্টের শেষ দিকে আমাদের একটা সফর রয়েছে। সবকিছু আসলে পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমরা যেখানে যাবো আর আমাদের এখানের পরিস্থিতি দেখতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের পাকিস্তান, আফগান্তিান ও ভারতের সঙ্গে খেলার কথা। আগস্টের শেষ সপ্তাহ থেকে আশা করি আমরা শুরু করতে পারবো।'

আফগানিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়েতে হতে পারে সিরিজ গুলো। আর ভারতের সঙ্গে নভেম্বরে সিরিজ আয়োজনের কথা ছিল বিসিবির। সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছে তারা।

গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আরো বলেন, 'অন্তত চারটা সিরিজের সম্ভাবনা রয়েছে আমাদের। আফগানিস্তানের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে হতে পারে। পাকিস্তানের সঙ্গে হোম অ্যাওয়ে হতে পারে। ভারতের সঙ্গে আমাদের কিছু কথা হয়েছিল যেটা নভেম্বরে হতে পারে। হলে ওইখানে একটা সিরিজ হলে হতে পারে।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন দিল্লির সুবোধ ভাটি

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন দিল্লির সুবোধ ভাটি

অন্যদের মতো আমাকে সুযোগ দেওয়া হয়নি : শিবলু

অন্যদের মতো আমাকে সুযোগ দেওয়া হয়নি : শিবলু

আইসিসি ইভেন্ট আয়োজনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বি ১৬ দেশ

আইসিসি ইভেন্ট আয়োজনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বি ১৬ দেশ

মিরপুর রয়্যালসের নেতৃত্বে শোয়েব মালিক

মিরপুর রয়্যালসের নেতৃত্বে শোয়েব মালিক