বিনা পারিশ্রমিকে শ্রীলঙ্কার পরামর্শক হলেন জয়াবর্ধনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৫ এএম, ১০ জুলাই ২০২১
বিনা পারিশ্রমিকে শ্রীলঙ্কার পরামর্শক হলেন জয়াবর্ধনে

ভারতের দেখানো পথে হাঁটতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভারতের মত নিজেদের পাইপ লাইনকে শক্তিশালী করার কাজে লেগে পড়েছে তারা। আর এ কাজের জন্য দায়িত্ব নিচ্ছেন সাবেক লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। তবে এ কাজের জন্য কোনো পারিশ্রমিক নিবেন না তিনি।

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের কোচের ভূমিকায় ছিলেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়, আর লঙ্কার সে দায়িত্বে থাকছেন জয়াবর্ধনে। ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়ে কোচিংকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই তাকে লঙ্কার বয়সভিত্তিক দলের কোচ হওয়ার জন্য অনুরোধ করছিল শ্রীলঙ্কা বোর্ড। তবে বিভিন্ন কারণে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

তবে এবার অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা বোর্ডের সাথে জড়িত কিংবদন্তি ক্রিকেটার অরবিন্দু ডি সিলভা। অক্টোবরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব শেষ করেই দলের সাথে যোগ দিবেন জয়াবর্ধনে। তবে এ কাজের জন্য কোনো পারিশ্রমিক নিবেন না তিনি।

অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব নিয়ে জয়াবর্ধনের প্রথম কাজ হবে ২০২২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করা। এ দলের মাধ্যমেই নিজেদের পাইপ লাইন শক্তিশালি করার কাজে নেমে পড়েছে শ্রীলঙ্কা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বয়সভিত্তিক দলের দায়িত্বে জয়াবর্ধনেকে চায় লঙ্কা বোর্ড

বয়সভিত্তিক দলের দায়িত্বে জয়াবর্ধনেকে চায় লঙ্কা বোর্ড

করোনায় আক্রান্ত লঙ্কান ব্যাটিং কোচ

করোনায় আক্রান্ত লঙ্কান ব্যাটিং কোচ

চুক্তি সমস্যায় অধিনায়কত্ব হারালেন পেরেরা

চুক্তি সমস্যায় অধিনায়কত্ব হারালেন পেরেরা

ক্রিকেটে ফ্রান্সকে উড়িয়ে দিল জার্মানি

ক্রিকেটে ফ্রান্সকে উড়িয়ে দিল জার্মানি