নিজেদের শততম টি-টোয়েন্টিতে জয় চায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ এএম, ২২ জুলাই ২০২১
নিজেদের শততম টি-টোয়েন্টিতে জয় চায় বাংলাদেশ

ফাইল ফটো

জিম্বাবুয়ে সফরে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। টেস্ট-ওয়ানডের পর স্বাগতিকদের বিপক্ষে একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। তিনি ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিটি বাংলাদেশের শততম ম্যাচ। যা জয়ের মাধ্যমে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ। কাকতালীয়ভাবে টি-টোয়েন্টি ফরম্যাটের বাংলাদেশ প্রথম ম্যাচটিও খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে।

বৃহস্পতিবার (২২) হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টেস্টের পর ওয়ানডে সিরিজ পূর্ব নির্ধারিত সূচি মতো অনুষ্ঠিত হলেও টি-টোয়েন্টি সিরিজটি এগিয়ে আনা হয়েছে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচটি খেলেছিল এই জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০০৬ সালে শাহরিয়ার নাফিসের নেতৃত্বে ম্যাচটি ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা।

সেই জিম্বাবুয়ের বিপক্ষেই এবার নিজেদের শততম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। শততম ম্যাচে সাকিব আল হাসান হচ্ছেন এ ফরম্যাটের প্রথম এবং শততম ম্যাচ খেলা বাংলাদেশি প্রথম খেলোয়াড়। এছাড়া জিম্বাবুয়ে দলের দুই খেলোয়াড় ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের অংশ ছিলেন।

চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। তিনটিই নিউজিল্যান্ড সফরে এবং তিনটিতেই পরাজিত হয়েছে টাইগাররা। তবে শততম ম্যাচটি দিয়ে পরাজয়ের বৃত্ত থেকে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ।

জিম্বাবুয়ে সফরে ইতিমধ্যে একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এ নিয়ে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ছয়বার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের মাটিতে প্রথম হোয়াইটওয়াশ। সর্বশেষ দুই সফরে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের রেকর্ড খুব একটা ভালো নয়। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত জিম্বাবুয়ে-বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৩বার। যার মধ্যে বাংলাদেশের ৯ জয়, পরাজয় ৪বার। সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ সফরে দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করেছিল জিম্বাবুয়ে।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলেছে। যার মধ্যে জয় মাত্র ৩২ এবং পরাজয় ৬৫টিতে ম্যাচে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, আমিনুল আসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে, বাংলাদেশের ৩০ পয়েন্ট

হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে, বাংলাদেশের ৩০ পয়েন্ট

অধিনায়ক তামিম ইকবালের প্রথম সেঞ্চুরি

অধিনায়ক তামিম ইকবালের প্রথম সেঞ্চুরি