খারাপ আচরণে প্রোটিয়া অধিনায়ক বাভুমাকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২৪ জুলাই ২০২১
খারাপ আচরণে প্রোটিয়া অধিনায়ক বাভুমাকে জরিমানা

খারাপ আচরণের জন্য দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে জরিমানা গুণতে হয়েছে। সাথে তার নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করেছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন অশালীন ভাষা ব্যবহার করেন বাভুমা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৬ষ্ঠ ওভারে এ ঘটনা ঘটান তিনি। এ কারণেই জরিমানার মুখোমুখি হয়েছেন তিনি।

আইসিসির নিয়মানুযায়ী ম্যাচ চলাকালীন সময়ে অশালীন ভাষা ব্যবহার করা যাবে না। এ কারণে জরিমানার কবলে পড়েছেন তিনি।

এছাড়াও তার নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। ২৪ মাস সময়সীমার মধ্যে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট। পরবর্তী ২৪ মাস সময়ের মধ্যে আরও দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে নিষেধাজ্ঞার কবলে পড়বেন তিনি।

ম্যাচ শেষে অন ফিল্ড আম্পায়ার এবং টিভি ও চতুর্থ আম্পায়াররা টেম্বা বাভুমার বিষয়ে অভিযোগ আনে। তবে বাভুমা শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী কেউ এ নিয়ম ভঙ্গ করলে তার নামের এক বা দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে এবং সাথে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার শামীম পাটোয়ারী

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার শামীম পাটোয়ারী

অলিম্পিক আর্চারির শেষ ষোলোতে বাংলাদেশ

অলিম্পিক আর্চারির শেষ ষোলোতে বাংলাদেশ

নিজেকে অক্ষম দাবি করা হংকং দলের অধিনায়ক গ্রেফতার

নিজেকে অক্ষম দাবি করা হংকং দলের অধিনায়ক গ্রেফতার

শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে ভারতের পাঁচ অভিষেক

শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে ভারতের পাঁচ অভিষেক