ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ এএম, ৩০ জুলাই ২০২১

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দীর্ঘ চার বছর পর ক্রিকেটের কোন ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসলো অস্ট্রেলিয়া। এর আগে সর্বশেষ ২০১৭ সালের আগস্টে ঢাকায় টেস্ট সিরিজ খেলেছিল তারা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে ৪টা ১০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজ থেকে চার্টার্ড ফ্লাইটে সরাসরি ঢাকায় পা রাখে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এখন ৩ আগস্ট (মঙ্গলবার) সিরিজ শুরুর আগে তিনদিনের কোয়ারেন্টাইন পালন করবেন তারা।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসার আগে সকালে জিম্বাবুয়ের থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ারেন্টাইন শেষে ১ আগস্ট একই সাথে মাঠের অনুশীলনে ফিরবে দু’দল।

করোনার মাঝে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কঠোর বায়ো-বাবলে অনুষ্ঠিত হবে পুরো সিরিজ।
sportsmail24
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩ আগস্ট। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৬, ৭ এবং ৯ আগস্ট। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকহীন কঠোর বায়ো-সুরক্ষা পরিবেশে।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাড়িয়েছিল অজিরা। ওয়ানডেতে ২-১ ব্যবধানে ক্যারিবিয়ানদের হারিয়েছিল তারা।

অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে তিন ফরম্যাটেই ট্রফি ঘরে তুলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করলেও টি-টোয়েন্টিতে হোয়াটওয়াশ করতে পারেনি টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। 

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মিরপুরে থাকলেও মাঠে প্রবেশে আটকে গেলেন গামিনী

মিরপুরে থাকলেও মাঠে প্রবেশে আটকে গেলেন গামিনী

জিম্বাবুয়ে জয় করে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

জিম্বাবুয়ে জয় করে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

মিরপুরে ফ্লাড লাইটের আলোতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মিরপুরে ফ্লাড লাইটের আলোতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়া সিরিজে দর্শক তো ন’ই, পরিচালকদের জন্যও আলাদা ব্যবস্থা

অস্ট্রেলিয়া সিরিজে দর্শক তো ন’ই, পরিচালকদের জন্যও আলাদা ব্যবস্থা