এখনই ভারতের কোচ হতে চান না দ্রাবিড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ এএম, ০২ আগস্ট ২০২১
এখনই ভারতের কোচ হতে চান না দ্রাবিড়

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলের কোচ নিযুক্ত করা হয় দেশটির সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে। ভারতের মূল দলের সাথে দলটির প্রধান কোচ রবি শাস্ত্রী ইংল্যান্ডে অবস্থান করছেন। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত দলের কোচ করা হয় রাহুল দ্রাবিড়কে। শ্রীলঙ্কা সিরিজ শেষে দ্রাবিড় সাফ জানিয়ে দেন, এখনই ভারতের মতো উঁচুমানের দলের কোচ হওয়ার জন্য তিনি প্রস্তুত নন।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের কোচ হিসেবে দলের সাথে কাজ করে উপভোগ করেছেন উল্লেখ করে দ্রাবিড় জানান, আপাতত ভারতের নতুন দলটির কোচ হওয়ার অভিজ্ঞতা তিনি উপভোগ করছেন। একই সাথে তিনি আরও জানান, ভারতের জাতীয় দলের কোচ হওয়ার জন্য তিনি এখনই প্রস্তুত নন। তিনি এ বিষয়ে কিছু এখনোই ভাবতে চাচ্ছেন না।

এর আগে ভারতের অনূর্ধ্ব ১৯ দল এবং ভারতের এ দলকে কোচিং করার অভিজ্ঞতা থাকা দ্রাবিড় শ্রীলঙ্কা সফরে নিজের এবং দলের পারফরম্যান্সে খুশি। ভারতের মূল দলের কোচ রবি শাস্ত্রীর সাথে বোর্ডের চুক্তি রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তারপর তার সাথে বোর্ড নতুন করে চুক্তিতে যায় কিনা সেটিই দেখার বিষয়।

বিসিসিআই এর নিয়ম অনুযায়ী, কোচ হওয়ার জন্য আবেদনকারীর বয়স ৬০ বছরের বেশি হতে পারবে না। রবি শাস্ত্রীর বর্তমান বয়স চলে ৫৯। সে হিসেবে নতুন করে তার সাথে চুক্তি বাড়ানোর সম্ভাবনা কমই বলা চলে। এদিক থেকে, দ্রাবিড়েরও সুযোগ কিছুটা হলেও রয়েছে বলা যায়।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 

 


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠের অনুশীলনে ফিরেছে বাংলাদেশ, মিশন অস্ট্রেলিয়া সিরিজ

মাঠের অনুশীলনে ফিরেছে বাংলাদেশ, মিশন অস্ট্রেলিয়া সিরিজ

সিপিএলে দেখা মিলবে নতুন ক্রিকেট বলের

সিপিএলে দেখা মিলবে নতুন ক্রিকেট বলের

টি-টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট করে শ্রীলঙ্কায় ঘরোয়া লিগ

টি-টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট করে শ্রীলঙ্কায় ঘরোয়া লিগ

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে জর্জ বেইলি

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে জর্জ বেইলি