টি-টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট করে শ্রীলঙ্কায় ঘরোয়া লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৩ এএম, ০২ আগস্ট ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট করে শ্রীলঙ্কায় ঘরোয়া লিগ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে নতুন উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সর্বশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না শ্রীলঙ্কা। আর তাই স্থানীয় জাতীয় এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের নিয়ে ঘরোয়া এক টি-টোয়েন্টি লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

'এসএলসি ইনভাইটেশনাল টি-২০ লিগ' নামের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে ১২ই আগস্ট। ৪টি দলের অংশগ্রহণে শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। 'লাল', 'নীল', 'ধূসর' এবং 'সবুজ' রঙের নামে নামকরণ করা হবে চারটি দলের।

লিগ পদ্ধতিতে হবে টুর্নামেন্টটি, যেখানে এক দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। প্রতি দল ফাইনাল ব্যতীত ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে। ২৪ আগস্ট একই ভেন্যুতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রতি দল ১৫ জন করে খেলোয়াড় নিতে পারবে। প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি স্থানীয় সময় দুপুর আড়াইটায় এবং পরের ম্যাচটি সন্ধ্যা সাতটায় মাঠে গড়াবে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট বিশ্বকাপের পর অলিম্পিক মাতাচ্ছেন আইরিশ নারী ক্রিকেটার এলেনা

ক্রিকেট বিশ্বকাপের পর অলিম্পিক মাতাচ্ছেন আইরিশ নারী ক্রিকেটার এলেনা

অস্ট্রেলিয়া সিরিজে প্রয়োজনে ওপেন করবেন সাকিব

অস্ট্রেলিয়া সিরিজে প্রয়োজনে ওপেন করবেন সাকিব

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে জর্জ বেইলি

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে জর্জ বেইলি

মাঠের অনুশীলনে ফিরেছে বাংলাদেশ, মিশন অস্ট্রেলিয়া সিরিজ

মাঠের অনুশীলনে ফিরেছে বাংলাদেশ, মিশন অস্ট্রেলিয়া সিরিজ