পাপুয়া নিউগিনির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৬ এএম, ২৬ আগস্ট ২০২১
পাপুয়া নিউগিনির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওশেনিয়ার দেশ পাপুয়া নিউগিনি। ক্রিকেটের বিশ্ব আসরে প্রথমবারে মতো মাঠে নামবে পাপুয়া নিউগিনি। দলের নেতৃত্বে থাকবে নিয়মিত অধিনায়ক আসাদ ভালা।

২০১৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ জিতেছিল পাপুয়া নিউগিনি। নেদারল্যান্ডের কাছে ফাইনালে হেরে বিশ্বকাপ বাছাই পর্বে রানার্স আপ হয়ে বিশ্বকাপের খেলার সুযোগ পেয়েছে তারা।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে 'বি' গ্রুপে খেলবে পাপুয়া নিউগিনি। সেখানে তাদের গ্রুপ সঙ্গী থাকবে বাংলাদেশ, ওমান এবং স্কটল্যান্ড।

চলতি বছরের ১৭ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামবে পাপুয়া নিউগিনি। এছাড়াও গ্রুপের শেষ ম্যাচে ২১ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপের মঞ্চেই প্রথমবারের মতো বাংলাদেশকে মোকাবিলা করার সুযোগ পাবে পাপুয়া নিউগিনি।

বিশ্বকাপের সূচি ঘোষণার পর পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা জানিয়েছিলেন, তারা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। বাংলাদেশের বিপক্ষে দলের বিপক্ষে খেলেই তারা নিজেদের উন্নতি করতে চায়।

পাপুয়া নিউগিনি স্কোয়াড

আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, নোসইনা পোকানা, কিপলিং ডোরিগা, টনি উড়া, হিরি হিরি, গাউদি তোকা, ডামিয়েন রাভু, কাবুয়া ভাগি-মোরেয়া, সিমন আতাই, জ্যাসন কিলা, চাঁদ সোপার, জ্যাক গার্ডনার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবিয়ানদের অপেক্ষা বাড়িয়ে সিরিজ ড্র করলো পাকিস্তান

ক্যারিবিয়ানদের অপেক্ষা বাড়িয়ে সিরিজ ড্র করলো পাকিস্তান

ল্যাঙ্গাভেল্ট-ডালা ছাড়াই শ্রীলঙ্কায় যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ল্যাঙ্গাভেল্ট-ডালা ছাড়াই শ্রীলঙ্কায় যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

উন্মুক্ত চাঁদের পথে হাটলেন তারই সতীর্থ হারমিত সিং

উন্মুক্ত চাঁদের পথে হাটলেন তারই সতীর্থ হারমিত সিং

শেষ পর্যন্ত ইনজুরিতে ছিটকে গেলেন মার্ক উড

শেষ পর্যন্ত ইনজুরিতে ছিটকে গেলেন মার্ক উড