একদিন পর পর খেলা হলে ফিটনেস ডাউন হয়ে যায় : লিটন দাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২১
একদিন পর পর খেলা হলে ফিটনেস ডাউন হয়ে যায় : লিটন দাস

জিম্বাবুয়ের সিরিজ থেকেই টানা খেলার উপরে আছে বাংলাদেশে দল। জিম্বাবুয়ে সিরিজ থেকেই প্রায় প্রতিটি ম্যাচই একদিনের বিরতিতে হচ্ছে। টানা খেলা থাকায় তা ফিটনেসের উপর প্রভাব পড়তে পারে বলে মনে করেন লিটন দাস।

মাত্র সাত দিনের ব্যবধানে অস্ট্রেলিয়ার সিরিজের ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও মাত্র ১০ দিনের ব্যবধানে পাঁচটি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। গরম আবহাওয়ার মধ্যে টানা খেলার মধ্যে থাকলে তা ফিটনেসে ঘাটতি তৈরি করবে বলে মনে করেন বাংলাদেশের ওপেনার লিটন দাস।

তিনি বলেন, ‘ফিটনেস তো গুরুত্বপূর্ণ। আমরা যেখানে খেলতেছি সেখানে তো গরম আবহাওয়া। নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হচ্ছে।’

ম্যাচের মাঝখানে অনুশীলনে বিরতি নিজেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেটাররা। কারণ ওই সময়ে জিম করে নিজেদের ফিটনেস নিয়ে কাজ করা যায় বলে মনে করেন ওপেনার লিটন।

তিনি বলেন, ‘একদিন পর পর খেলা হলে ছুটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কাছে মনে হয় বডি রেস্ট খুব দরকার।’

এছাড়াও একদিন পর পর টানা খেলার মধ্যে থাকলে তা ফিটনেস খারাপ করে দেয় বলেও মনে করেন তিনি। বলেন, ‘একদিন পর পর খেলা হলে ফিটনেস একটু ডাউন হয়ে যায়। তাই আমরা সবাই ফিটনেসে মনযোগ দিচ্ছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান ক্রিকেট থেকে মিসবাহ-ওয়াকারের পদত্যাগ

পাকিস্তান ক্রিকেট থেকে মিসবাহ-ওয়াকারের পদত্যাগ

মালিক-সরফরাজকে বাদ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

মালিক-সরফরাজকে বাদ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

আইসিসির আগস্ট সেরার তালিকায় রুট-শাহিন শাহ- বুমরাহ

আইসিসির আগস্ট সেরার তালিকায় রুট-শাহিন শাহ- বুমরাহ

মিডল অর্ডারের ব্যর্থতায় দলের এমন হার : মাহমুদউল্লাহ

মিডল অর্ডারের ব্যর্থতায় দলের এমন হার : মাহমুদউল্লাহ